টিজ করা হলো Samsung Galaxy M16 5G এবং Galaxy M06 5G-হ্যান্ডসেটগুলির ডিজাইন
স্যামসাং কোম্পানী খুব শীঘ্রই ভারতে দুটি নতুন হ্যান্ডসেট লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। Samsung Galaxy M16 5G এবং Galaxy M06 5G । কোম্পানি কবে এগুলি লঞ্চ করবে সেই তারিখ প্রকাশ না করলেও হ্যান্ডসেটগুলির রিয়ার প্যানেলে একটি ছবি প্রকাশ করেছে, যার মধ্যে একটিতে তিনটি ক্যামেরা এবং অন্যটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে