বাজারে এলো Xiaomi-র লেটেস্ট বাজেট ফ্যাবলেট Mi Max 3। চিনে এই ফোন লঞ্চ করেছে Xiaomi। Mi Max 3 এ রয়েছে বিশাল 6.9 ইঞ্চি Full HD+ ডিসপ্লে, 5,500 mAh ব্যাটারি, ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ফোনে ডিসপ্লের উপরে কোন কালো নচ থাকবে না। নীল, সোনালি ও কালো রঙ এ Mi Max 3 কিনতে পাওয়া যাবে।
চিনে Mi Max 3 এর 4GB RAM আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,699 ইউয়ান (প্রায় 17,300 টাকা)। অন্যদিকে 6GB RAM আর 128GB স্টোরেজ ভেরিয়েন্টের Mi Max 3 এর দাম 1,999 ইউয়ান (প্রায় 20,400 টাকা)। 20 জুলাই থেকে চিনে এই ফোনের প্রি-অর্ডার শুরু হবে।
ডুয়াল সিম Mi Max 3 তে Android অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI স্কিন চলে। Mi Max 3 তে আছে একটি 6.9 ইঞ্চি Full HD+ ডিসপ্লে। Mi Max 3 এর ভিতরে থাকবে একটি অক্টাকোর Snapdragon 636 চিপসেট। এর সাথেই থাকবে 4GB/ 6GB LDDR4X RAM আর Adreno 509 GPU।
ছবি তোলার জন্য Mi Max 3 তে ভার্টিকাল ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় একটি 12MP প্রাইমারি সেন্সার ও একটি 5MP সেকেন্ডারি সেন্সার থাকবে। Mi Max 3 এর সামনে থাকবে একটি 8MP সেলফি ক্যামেরা। 64GB ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে।
কানেক্টিভিটির জন্য Mi Max 3 তে থাকবে 4G VoLTE, ডুয়াল ব্যান্ড Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, GLONASS, USB Type-C আর একটি 3.5 মিমি হেডফোন জ্যাক। এর সাথেই এই ফোনে সম্ভাব্য সব সেন্সার যোগ করেছে Xiaomi। Mi Max 3 এর বিশাল 6.9 ইঞ্চি স্ক্রিনের জন্য এই ফোনে থাকবে একটি বিশাল 5,500 mAh ব্যাটারি। এই বিশাল ব্যাটারি চার্জ করার জন্য Mi Max 3 তে Quick Charge 3.0 18W চার্জিং সাপোর্ট থাকবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন