Photo Credit: Weibo
25 জুন লঞ্চ হবে Xiaomi Redmi 6 Pro। আগেই ফাঁস হয়ে গিয়েছিল এই ফোনের সব স্পেসিফিকেশান ও ডিজাইন। আর এবার Redmi 6 Pro এর কালার ভেরিয়েন্টগুলির একটি ছবি ইন্টারনেটের দেখা গেল। কিছুদিন আগেই এই রিপোর্টে জানানো হয়েছিল Redmi 6 Pro তে iPhone X এর মতো নচ থাকবে। আর এবার নতুন এই ছবিতে সেই খবরেই শিলমোহর পড়ল। কিছুদিন আগেই চিনের বাজারে Redmi 6 আর Redmi 6A ফোনদুটি লঞ্চ করেছিল শাওমি। নতুন Redmi 6 Pro তে থাকবে একটি 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে আর বিশাল 4000 mAh ব্যাটারি। এছাড়াও 25 তারিখের ইভেন্টে Mi Pad 4 ডিভাইসটি লঞ্চ করবে Xiaomi।
কোম্পানির অফিশিয়াল সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক ছবিতে দেখা যাচ্ছে একাধিক কালার ভেরিয়েন্টে নতুন Redmi 6 Pro পাওয়া যাবে। এর মধ্যেই রয়েছে রোজ গোল্ড, স্যান্ড গোল্ড, লেক ব্লু, ব্ল্যাক ও ফ্লেম রেড কালারগুলি। এছাড়াও এই ছবিতে দেখা যাচ্ছে নতুন Redmi 6 Pro এর ফিছনে মেটাল ফিনিশ থাকবে। আর ফোনের সামনে ডিসপ্লের উপরে iPhone X এর মতো একটি কালো নচ দেখা যাবে। এছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে Redmi 6 Pro এর পিছনে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এর সাথেই থাকবে LED ফ্ল্যাশ আর রিয়ার ফেসিং সিঙ্গারপ্রিন্ট সেন্সার।
Photo Credit: Weibo
সম্প্রতি TENAA তে একটি Xiaomi হ্যান্ডসেট দেখা গিয়েছে। এই হ্যান্ডসেটের মডেল নম্বর M1805D1SE। TENAA লিস্টিং এ দেখা গিয়েছে এই হ্যান্ডসেটে থাকবে 5.84 ইঞ্চি full HD+ ডিসপ্লে। 19:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে থাকবে এই ফোনে। এছাড়াও থাকবে অক্টা কোর 2GHz প্রসেসার। তবে এই ফোনে ঠিক কোন চিপসেট ব্যাবহার হয়েছে তা জানা যায়নি এখনো। এই লিস্টিং এই দেখা গিয়েছে নতুন এই ফোনে থাকবে 2GB/3GB/4GB RAM। এর সাথেই থাকবে 16GB/32GB/64GB ইন্টারনাল স্টোরেজ। ডুয়াল রিয়ার ক্যামেরাতে প্রাইমারী ক্যামেরাটি 12 মেগাপিক্সেল। এছাড়াও রিয়ার ক্যামেরাতে রয়েছে একটি 5 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন