Photo Credit: Mi India Forums
Xiaomi Redmi Note 4 ফোনে পৌঁছে গেল MIUI 10 গ্লোবাল স্টেবেল আপডেট। OTA আপডেটে মাধ্যমে নির্বাচিত Redmi Note 4 গ্রাহকের ফোনে এই আপডেট পৌঁছে যাবে। এই আপডেটে MIUI 10 Nightly Global Stable V10.1.1.0.NCFMIFI ভার্সান MIUI ROM পৌঁছে যাবে। ইতিমধ্যেই Redmi Note 5, Poco F1, Redmi Note 5 Pro আর Redmi Y2 ফোনে MIUI 10 গ্লোবাল স্টেবেল আপডেট পৌঁছে গিয়েছে।
নতুন MIUI 10 Global Stable V10.1.1.0.NCFMIFI আপডেটের সাইজ 500MB র আশেপাশে। এই আপডেটের সাথেই থাকবে অক্টোবর মাসের সিকিউরিটি প্যাচ। Redmi Note 4 ফোনের Settings > About phone > System updates > Check for updates এ গিয়ে আপডেট চেক করে নেওয়া যাবে।
সম্প্রতি কোম্পানির মোট 21 টি ফোনে MIUI 10 আপডেট পৌঁছাবে বলে জানিয়েছিল Xiaomi। ইতিমিধ্যেই কয়েকটি জনপ্রিয় ফোনে পৌঁছেছে এই আপডেট। এবার সেই তালিকায় যোগ হল Redmi Note 4 এর নাম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন