এই মঞ্চ থেকে ভারতে Xiaomi র সাফল্যের কথা তুলে ধরেন মনু জৈন
মঙ্গলবার লঞ্চ হয়েছে Qualcomm এর লেটেস্ট মোবাইল চিপসেট Snapdragon 675। এই চিপসেট লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে ভারতে Xiaomi প্রধান মনু জৈন জানালেন শিঘ্রই এই চিপসেট ব্যবহার করে স্মার্টফোন বাজারে আনবে Xiaomi। অগাস্ট মাসে বাজারে এসেছিল Snadragon 670 চিপসেট। সেই চিপসেট আপডেট করে মঙ্গলবার নতুন Snapdragon 675 চিপসেট লঞ্চ করল Qualcomm।
এই মঞ্চ থেকে ভারতে Xiaomi র সাফল্যের কথা তুলে ধরেন মনু জৈন। 2014 সালের জুন মাসে প্রথম ভারতে এসেছিল চিনের কোম্পানি Xiaomi। প্রথম বছরে 100,000 স্মার্টফোন বিক্রি করেছিল Xiaomi। 2017 সালে ভারতে 92 লক্ষ স্মার্টফোন বিক্রি করেছিল চিনের কোম্পানিটি। এই মুহুর্তে ভারতে এক নম্বর স্মার্টফোনের তকমা ধরে রেখেছে বেজিং এর কোম্পানি Xiaomi।
এই মঞ্চে মনু বলেন কোম্পানির “Redmi” সিরিজের স্মার্টফোন Google এ বেশ জনপ্রিয়। তিনি বলেন Google সার্চে জনপ্রিয় সেলিব্রিটি টম ক্রুজ, অ্যাঞ্জেলিনা জলি, রাবার্ট ডাউনিং জুনিয়ার এমনকি কি কার্দেশিয়ানের থেকে বেশি জনপ্রিয়ন কোম্পানির ‘Redmi' সিরিজের ফোনগুলি।
Snapdragon 675 চিপসেটে রয়েছে 11Nm LPP প্রসেস টেকনোলজি। এর সাথেই থাকছে অক্টাকোর Kryo 460 CPU আর Adreno 612 GPU। গেম লঞ্চের সময় Snapdragon 670 এর থেকে 30 শতাংশ তাড়াতাড়ি খুলবে Snapdragon 675 চিপসেট। এছাড়াও নতুন চিপসেটে 35 শতাংশ জলদি ওয়েব ব্রাউজিং করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন