আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মহাকাশচারীদের ফেরানোর জন্য তৎপর নাসা

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 2 সেপ্টেম্বর 2024 12:43 IST
হাইলাইট
  • নাসা মহাকাশচারীদের বোয়িং স্টারলাইনারের পরিবর্তে SpaceX ড্রাগনে ফেরানো হ
  • প্রযুক্তিগত সমস্যার কারণে নাসার মহাকাশচারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশ
  • নাসা মহাকাশে আটকে থাকা মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে নিয়ে আসার জন্য S

Photo Credit: NASA

বর্তমানে নাসা একটি বিশেষ সমস্যার মধ্যে চলছে। কিছুদিন আগে দুজন মার্কিন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস্ এবং ব্যারি উইলমোর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ( ISS) আটকে পড়েছে ,এটি নিয়ে নাসাকে প্রতিনিয়ত বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। প্রাথমিকভাবে নাসার এই মিশনটির সময়সীমা ছিল মাত্র 8 দিন। কিন্তু তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য যে বোয়িং- এর স্টারলাইনার মহাকাশযানটির ব্যবহার করা হয়েছিল, সেটির যান্ত্রিক গোলযোগের কারণে তাদের ফেব্রুয়ারিতে ফিরিয়ে আনার কথা ঘোষণা করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, তাদের উল্লেখ্য মিশনের এই অপ্রত্যাশিত সময় দীর্ঘায়নের ব্যাপারটি পরবর্তী ক্ষেত্রে ক্রুড স্পেস ফ্লাইটের নির্ভরযোগ্যতার ব্যাপারে এবং ভবিষ্যতের আরও মহাজাগতিক অন্বেষণ কার্যের উপর, কিভাবে প্রভাব ফেলবে, এখন সেটি উদ্বেগের।

বোয়িং স্টারলাইনারের বিপত্তি:

বোয়িং স্টারলাইনার, যেটিকে মূলত দ্বায়িত্ব দেওয়া হয়েছিল মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য। কিন্তু সেট আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার সময় বেশ কিছু প্রযুক্তিগত, যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়েছে, যেমন -হিলিয়াম লিক করা, মূল থ্রাস্টারের ব্যর্থ হয়ে যাওয়া, যার ফলে নাসাকে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য পৃথিবীতে ক্রু-হীন ভাবেই মহাকাশযানটিকে প্রত্যাবর্তন করতে হয়েছে।

নাসা এবং বোয়িংয়ের মধ্যে উত্তেজনাপূর্ণ আলোচনার পরই নাসা সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে এবং অবশ্যই তারা অযথা ঝুঁকির থেকে নিরাপত্তাকে বেশি প্রাধান্য দিয়েছেন। স্টারলাইনারের এই বিপত্তির কারণে বোয়িং - এর মহাকাশের প্রতি উচ্চাকাঙ্ক্ষাকে পর্যালোচনার জায়গায় নিয়ে এসেছে, বিশেষ করে তাদের যাদের বাণিজ্যিক বিমানের বিভাগে।

SpaceX দ্বারা উদ্ধারকার্য:

Financial Time নামক একটি প্রতিবেদন অনুযায়ী, নাসা স্টারলাইনারের এই বিরাট সমস্যার পর, উইলিয়ামস এবং উইলমোরকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য Elon Musk এর স্পেস ড্রাগন ক্রাফটের উপর ভরসা করতে চলছে। বর্তমানে মহাকাশচারী দুজন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই (ISS) থাকবেন।

উইলিয়ামস এবং উইলমোর দুজনেই স্পেসওয়াক এবং রোবটিক্স এই দুই ব্যাপারেই প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ মহাকাশচারী। তাই তাদের মধ্যে এই বর্ধিত সময়ে মানিয়ে নেওয়ার উপযুক্ত ক্ষমতা আছে।

অন্যদিকে Spacex ও প্রকাশ করেছেন যে, তারা নাসাকে এই মহাকাশ মিশনে সর্বাগ্রে সমর্থন করার জন্য প্রস্তুত। তারা অবশ্যই এই মিশনে একটি নির্ভরযোগ্য অংশীদার হিসাবে শক্তিশালী ভূমিকা পালন করবেন।

বর্ধিত মিশনের বিভিন্ন ঝুঁকি:

এই বর্ধিত মিশনটি মহাকাশচারীদের ক্ষেত্রে অনেক সময় কিছু চ্যালেঞ্জের সম্মুখীন করে তোলে। যার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হলো মানসিক এবং শারীরিক চ্যালেঞ্জ।

Advertisement

দীর্ঘদিন মহাকাশে থাকা , বিচ্ছিন্নতা, মহাকাশ বিকিরণ, এবং মাইক্রোগ্রেভিটির দীর্ঘায়িত এক্সপোজের ফলে মহাকাশচারীদের শারীরিক ক্ষতি হওয়ার বড় একটি ঝুঁকি থেকেই যায়।

কিন্তু যায় হোক নিম্ন- পৃথিবী কক্ষপথ এবং বিশেষ সুরক্ষার বৈশিষ্টিটির দ্বারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, এই সমস্ত বিপদগুলি থেকে রক্ষা করে থাকে।

যদিও এই মহাকাশচারীদের দীর্ঘদিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার ব্যাপারটি কোনো ধরনের রেকর্ড ভাঙবে না, কারণ এর আগের অনেক মিশনের ক্ষেত্রেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং সেগুলি আরও দীর্ঘস্থায়ী হয়েছিলো।

Advertisement

বোয়িংএর উপর প্রভাব এবং ভবিষ্যত মিশন:

নাসার SpaceX এর দিকে যাওয়ার সিদ্ধান্তটি বোয়িংয়ের জন্য একটি ধাক্কা হতে চলেছে ।

হতে চলেছে।যেটির জন্য কোম্পানির মহাকাশ বিভাগকে বিভিন্ন চলমান জটিলতার সম্মুখীন হতে হচ্ছে।

ইতিমধ্যেই স্টারলাইনার মিশনটি বাজেট বহির্ভূত এবং সময়সাপেক্ষ হয়ে গিয়েছে ,তার উপর এখন এটিকে পর্যালোচনার মুখোমুখি হতে হয়েছে।

Advertisement

এতো অসন্তোষ জনক পরিস্থিতির পরও নাসা সর্ম্পূণরূপে বোয়িংকে পরিত্যাগ করতে পারছে না কারণ, বর্তমানে সংস্থাটি ঐতিহাসিক ভাবে ক্রুড স্পেস মিশনের জন্য একাধিক চুক্তিকারীর উপর নির্ভরশীল।

এই ধরনের পরিস্থিতি, স্পেস ফ্লাইটের সাথে সম্পর্কিত ঝুঁকি এবং জটিলতার দিকগুলি তুলে ধরে, বিশেষ করে যখন লক্ষ্য চাঁদ এবং মঙ্গল গ্রহে যাওয়ায় মতো আরও বড় মিশনের দিকে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বিশ্বের প্রথম 20 জিবি র‍্যামের ফোন আনছে Huawei, স্পিডে ধারে কাছে কেউ আসবে না
  2. Oppo Find X9 সিরিজের ভারতীয় দাম ফাঁস, 200MP ক্যামেরার ফোন কত টাকায়? জেনে নিন
  3. ChatGPT Group Chats: হোয়াটসঅ্যাপের সুবিধা এবার চ্যাটজিপিটিতে, চালু হল গ্রুপ চ্যাটস ফিচার
  4. Itel খুব সস্তায় 128 জিবি স্টোরেজের ফোন আনল, AI দিয়েই ভিডিও কল করা যাবে
  5. OnePlus 15R স্মার্টফোনের লঞ্চ কনফার্মড! OnePlus 15-এর থেকেও বড় 7,800mAh ব্যাটারি থাকতে পারে
  6. OnePlus 15 ভারতে লঞ্চ হল, 7,300mAh ব্যাটারি, তুখোড় প্রসেসর, ও 165Hz রিফ্রেশ রেটে গেমিং-এর আসল মজা
  7. Samsung-এর প্রথম ট্রিপল ডিসপ্লের ফোন ডিসেম্বরে 5 লঞ্চ হতে পারে, থাকবে 200MP ক্যামেরা, দাম জেনে নিন
  8. GPT-5.1: চ্যাটজিপিটির মানবিক ভার্সন লঞ্চ হল, মানুষের মতোই মিষ্টি কথার জাদুতে মুগ্ধ করবে
  9. Oppo-র পাঁচ ক্যামেরার দুর্ধর্ষ ফোনের দাম 19,000 টাকা কমল, কিনবেন নাকি?
  10. Realme Neo 8: রিয়েলমি এবার আনছে 8,000mAh ব্যাটারির ফোন, চার্জ ছাড়াই সারাদিন চলবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.