লোকসভা নির্বাচনের আগে ভুয়ো খবর প্রচার রুখতে আরও কড়া পদক্ষেপ নিল WhatsApp। মঙ্গলবার ''Checkpoint Tipline'' সামনে নিয়ে এসেছে ভারত তথা বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং সার্ভিস।
“ভারতের স্টার্ট-আপ কোম্পানি Proto এই পরিষেবা শুরু করেছে। এখানে সব ভুয়ো খবর এক জায়গার করা হবে। পরে Checkpoint নামে একটি সংস্থা সেই খবরের সত্যতা যাচাই করবে। Checkpoint কে প্রযুক্তিগত সাহায্য করবে WhatsApp।” মঙ্গলবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে WhatsApp।
WhatsApp এর মাধ্যমে পাওয়া যে কোন ধরনের তথ্য ''Checkpoint Tipline'' কে WhatsApp করে জানাতে পারবেন গ্রাহকরা। যে কোন খবরের সস্ত্যতা যাচাই করতে +91-9643-000-888 এই নম্বরে WhatsApp করতে হবে।
একবার গ্রাহক এই নম্বরে সন্দেহজনক লিঙ্ক পেলে Proto সেই খবরের সস্ত্যতা যাচাই করে গ্রাহককে জানিয়ে দেবে।
বিবৃতিতে জানানো হয়েছে “রিপাইতে গ্রাহকের তথ্য ভুল না ঠিক নাকি বিগ্রান্তিকর সেই কথা জানিয়ে দেওয়া হবে।”
ইংরাজি ছাড়াও বাংলা, হিন্দি, তেলেগু ও মালায়লম ভাষায় পোস্টের সস্ত্যতা বিচার করতে পারবে এই সার্ভিস।
ইতিমধ্যেই ভুয়ো খবর প্রচার রুখতে একাধিক ফিচার নিয়ে বেসেছে WhatsApp। আরও কিছু ফিচার শিঘ্রই যোগ হবে WhatsApp –এ। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে ভুয়ো খবর রুখতে চেষ্টার খামতি রাখছে না মার্কিং মেসেজিং কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন