ফেসবুক ইনস্টাগ্রামের সাথে মিল রেখে এবার হোয়াটস অ্যাপ এর নতুন পরিবর্তন।
Photo Credit: Unsplash/ Lucian/ Alexe
বর্তমানে যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ, মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অঙ্গ। কিন্তু এই সোশ্যাল মিডিয়া অ্যাপ এর মাধ্যমে মানুষ নানা ভাবে প্রতারিত হন। হোয়াটস অ্যাপ এর মধ্যে একটি অন্যতম। তাই হোয়াটসঅ্যাপ, মেটার মালিকানাধীন, গত বছর ঘোষণা করেছে যে হোয়াটস অ্যাপ এর চেক মার্ক এর রঙ সবুজ থেকে নীলে পরিবর্তন করবে। ব্লু টিক সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে সততার প্রতীক। তাই এটি প্রবর্তন করার উদ্দেশ্য এটির মাধ্যমে জনগণের বিশ্বাসযোগ্যতা বাড়নো। এই পরিবর্তন মেটার অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন ফেসবুক এবং ইনস্টাগ্রামের সাথে সামঞ্জস্য বজায় রেখে করা হতে চলেছে।
যার দ্বারা একই প্রোফাইল যুক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সঠিক কিনা এই ব্যাপারে সহজেই শনাক্ত করতে পারবে, কোনো ভাবে অপরিচিত ব্যাক্তি দ্বারা প্রতারিত হবে না। এই পরিবর্তনের ফলে যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যবহারকারীর নিরাপত্তা আরও শক্ত হবে এবং তাদের নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে।
এই পরিবর্তনের লক্ষ্য হলো মেটার সমস্ত অ্যাপ জুড়ে অভিন্নতা তৈরী হবে। হোয়াটস অ্যাপ এর বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে এটি অপরিহার্য গুরুত্ব প্রদান করবে বলে আশা করা যাচ্ছে। এর ফলে বৈধ বিজনেস অ্যাকাউন্ট গুলি তাই হোয়াটস অ্যাপ এ স্থায়িত্ব পাবে।খুব শীঘ্রই এই ভিজ্যুয়াল পরিবর্তনটি সমস্ত হোয়াটস অ্যাপ এ রোল আউট করা হবে।
WABetaInfo - একটি ফিচার ট্র্যাকার। সাম্প্রতিক এটির সংস্করণের দ্বারা, এই ভিজুয়াল পরিবর্তন টি দেখা গেছে।এই ফিচার ট্র্যাকার সংস্থার় একটি পোস্টে বলা হয়েছে যে, এটি হোয়াটস অ্যাপ এর নবীনতম সংস্করণ।যা পরীক্ষার সাপেক্ষে যা ইতি মধ্যেই একটি নীল মার্ক চেক চালু করেছে। পরবর্তী ক্ষেত্রে এটিকে IOS – এর পরীক্ষকদের কাছের রোল আউট করা হতে পারে। ইতি মধ্যেই হোয়াটস অ্যাপ এর সাথে AI সংযুক্ত করার জন্যও পরীক্ষা করা হচ্ছে।
অনুমান করা যাচ্ছে যে, অ্যানড্রয়েডের হোয়াটস অ্যাপ এর জন্য এই নতুন পরিবর্তন শ্রীঘ্রই ব্যবহারকারীদের জন্য চালু করা হবে। যাতে হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তা বজায় থাকে। এটি সার্বজনীন ভাবে স্বীকৃত।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
New Life Is Strange Game From Square Enix Leaked After PEGI Rating Surfaces