বেশ কিছু সাবধানবাণীর পর ফেসবুক মিথ্যে সংবাদ এর লিংকগুলিকে কমাবার প্রচেষ্টা করছে তাদের ছড়িয়ে পড়াকে আটকানোর জন্য. ফেসবুক চাইছে এই রকমের খবর গুলোকে একেবারে অদৃশ্য না করে এগুলিকে অস্পষ্ট করে দিয়ে তাদের অপ্রয়োজনীয় বুঝিয়ে দিতে. এক সূত্রের দ্বারা জানা গেছে এই ধরণের খবরকে সংক্ষিপ্ত ও অপ্রয়োজনীয় হিসেবে দেখানো হবে যাদের কোনো সঠিক প্রমান নেই. আগে ফেসবুকে এই ধরণের খবরে রেড ওয়ার্নিং দেয়া হতো কিন্তু কিছু মানুষ সেগুলিকেই আরও বেশি করে শেয়ার করতো. তাই ফেসবুক বিশ্বাসযোগ্য সূত্র থেকে খবর সংগ্রহ করে এগুলির পাশাপাশি পোস্ট করার চেষ্টা করতো যাতে মানুষ সঠিক ভাবে বুঝতে পারে.
এই নতুন পদ্ধতিটি এই একই পথে আরো একটি পদক্ষেপ. এই সব তথ্য ফেসবুক বিস্তারিত ভাবে সানফ্রান্সিকোর একটি সম্মেলনে জানিয়েছে. এখন থেকে মেশিন লার্নিং পদ্ধতির দ্বারা স্ক্যান করে সত্যি ও মিথ্যে সংবাদের মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে.
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন