Motorola Edge, G সিরিজ, ও Razr সিরিজের বেশ কয়েকটি ফোনের জন্য, Android 16 শেষ বড় সিস্টেম আপগ্রেড।
Photo Credit: Motorola
বেশ কিছু Motorola ফোনে Android 16 শেষ বড় আপডেট
Android 16 নিয়ে গত মাসেই অপেক্ষার অবসান ঘটেছে। Google জুনেই তাদের নতুন অপারেটিং সিস্টেমের প্রথম স্টেবেল ভার্সন রিলিজ করেছে। বর্তমানে কেবল Pixel সিরিজের ফোনগুলি নতুন সফটওয়্যারে চলছে। গুগলের দেখাদেখি বেশ কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতারা Android 16 রোলআউট করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যার মধ্যে Motorola রয়েছে। সংস্থাটি ইতিমধ্যেই নতুন অ্যান্ড্রয়েড আপডেটের বিটা ভার্সন টেস্ট করার জন্য ব্যবহারকারীদের আমন্ত্রণ জানানো শুরু করেছে। স্টেবেল ভার্সনও শীঘ্রই রিলিজ হতে পারে। তবে বেশ কয়েকটি Motorola মোবাইল ফোনের জন্য, Android 16 শেষ বড় সিস্টেম আপগ্রেড হবে।
Motorola Edge 40 Pro, Moto G55, and Motorola Razr+ (2023)-এর মতো মডেলগুলি Android 16 এর পর ভবিষ্যতে কোনও মেজর সিস্টেম আপগ্রেড পাবে না মনে করা হচ্ছে। তবে, কোম্পানি আরও কিছু বছর ধরে সিকিউরিটি আপডেট দেবে বলে অনুমান করা যায়। Motorola Edge (2024) ও Motorola ThinkPhone মডেল দু'টির জন্যেও Android 16 শেষ বড় সিস্টেম আপগ্রেড হবে।
অন্যদিকে, 2023 সালে লঞ্চ হওয়া ক্ল্যামশেল স্টাইলের Motorola Razr 40 (Razr 2023) ও Razr 40 Ultra
(Razr+ 2023 নামেও পরিচিত) ফোল্ডেবল ফোন দু'টিও Android 16 ভার্সনের পর কোনও অপারেটিং সিস্টেম আপডেট পাবে না। এই তালিকায় Moto G85, Moto G55, ও Moto G35 মডেলরও নাম আছে। স্মার্টফোন ছাড়াও, Motorola Pad Pro ট্যাবেও চিরকালের মতো Android 16 ভার্সনে থেকে যাবে। এটি Android 13 এর সাথে লঞ্চ হয়েছিল।
তবে Android 16 এর পরের আপডেটগুলি না এলেও, মটোরোলার সাপোর্ট পলিসি অনুসারে, ফোনগুলি নির্দিষ্ট সময়ের জন্য সিকিউরিটি আপডেট পেতে থাকবে। সংস্থা আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও বেশ কয়েকটি ফোনে সেপ্টেম্বর বা অক্টোবরের কাছাকাছি সময়ে অ্যান্ড্রয়েড 16 আপডেট ঢুকতে পারে। প্রথমে লেটেস্ট মডেলে ও তারপর পুরনো ফোনগুলির পালা। কিন্তু চিন্তার বিষয় একটাই, সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে মটোরোলার খুব একটা সুনাম নেই। তারা বরাবরই প্রতিযোগীদের থেকে পিছিয়ে। মটোরোলা এখনও তাদের সব মডেল Android 15 আপডেট দিতে পারেনি।
প্রসঙ্গত, Moto G86 Power ভারতে 30 জুলাই লঞ্চ হবে৷ স্মার্টফোনটি MediaTek Dimensity 7400 প্রসেসর দ্বারা চালিত হবে। এটি 8 জিবি RAM এবং 128 জিবি + 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ হবে। ফোনটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে। সামনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা মিলবে। এছাড়া, মটোরোলার আপকামিং ফোনে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP68+IP69 রেটিং এবং MIL-STD 810H ডিউরেবিলিটি রেটিং রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন