ভারতে মেসেজ ফরওররাডিং এর লিমিট ইতিমধ্যেই টেস্ট করা শুরু হয়েছে। এর ফলে একসাথে পাঁচ জনের বেশি মানুষকে মেসেজ ফরওয়ার্ড করা যাবে না। একই সাথে মিডিয়া মেসেজের পাশ থেকে কুইক ফরওয়ার্ড বাটন সরিয়ে নিতে চলেছে WhatsApp।
ফেসবুক মিথ্যে সংবাদ এর লিংকগুলিকে কমাবার প্রচেষ্টা করছে তাদের ছড়িয়ে পড়াকে আটকানোর জন্য. ফেসবুক চাইছে এই রকমের খবর গুলোকে একেবারে অদৃশ্য না করে এগুলিকে অস্পষ্ট করে দিয়ে তাদের অপ্রয়োজনীয় বুঝিয়ে দিতে.