স্মার্টফোনকেও টেক্কা! OnePlus আনছে দুর্ধর্ষ ট্যাব, থাকবে Snapdragon 8 Elite 2 প্রসেসর

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 22 জুলাই 2025 10:04 IST
হাইলাইট
  • OnePlus 2026 সালে নতুন কমপ্যাক্ট ডিভাইস ঘোষণা করতে পারে
  • OnePlus-এর কম্প্যাক্ট ট্যাবলেটে Snapdragon 8 Elite 2 প্রসেসর থাকতে পারে
  • OnePlus 15T ফোনটিতে 6.3 ইঞ্চি ডিসপ্লে থাকার সম্ভাবনা

OnePlus 13T ফোনে 6.32 ইঞ্চি ডিসপ্লে রয়েছে

Photo Credit: OnePlus

2025 সাল শেষ হতে এখনও পাঁচ মাসের বেশি সময় বাকি। কিন্তু এখন থেকেই আগামী বছর বাজারে আনার জন্য নতুন ডিভাইস নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে OnePlus। 2026 সালে চাইনিজ সংস্থাটির অন্যতম বড় চমক হতে পারে একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ট্যাবলেট। অর্থাৎ একটি ছোট আকারের ট্যাব বা প্রিমিয়াম ফিচার্স প্রদান করবে। OnePlus 13T এমনই কম্প্যাক্ট ডিজাইন নিয়ে এপ্রিলে চীনে লঞ্চ হয়েছে। এতে Snapdragon 8 Elite প্রসেসর, 6,260mAh ব্যাটারি, 50MP+50MP ডুয়েল রিয়ার ক্যামেরা আছে। ফোনটির উত্তরসূরী হিসেবে OnePlus 15T মডেলটির উপরে কাজ করছে কোম্পানি, যা একটি কম্প্যাক্ট প্রিমিয়াম ট্যাবলেটের সাথে 2026 সালের প্রথমার্ধে আত্মপ্রকাশ করবে।

OnePlus আনছে কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ট্যাবলেট

স্মার্টফোন ব্র্যান্ডদের অন্দরমহলের খবর ফাঁস করার জন্য পরিচিত বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন তার Weibo (মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) পোস্টে দাবি করেছেন, OnePlus, Oppo ও Realme সহ Ouga গোষ্ঠী 6.3 ইঞ্চি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোনের সাথে একটি নতুন কম্প্যাক্ট ট্যাবলেট বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। টিপস্টারের মতে, একটি কোম্পানি বর্তমানে Snapdragon 8 Elite 2 (SM8850) চিপসেট চালিত একটি কম্প্যাক্ট ট্যাবের প্রোটোটাইপ মডেল পরীক্ষা করছে। এই ডিভাইসগুলি 2026 সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।

যদিও টিপস্টার আলাদা করে কোনও ব্র্যান্ডের নাম মুখে আনেননি, ফাঁস হওয়া রিপোর্ট ইঙ্গিত বহন করছে যে ওয়ানপ্লাস-এর কথাই বলা হয়েছে সেখানে। কোম্পানিটি OnePlus 15T কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোনের পাশাপাশি OnePlus Pad 3 Mini ট্যাবলেট উন্মোচন করবে বলে জল্পনা শোনা যাচ্ছে। এটি সেই কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ট্যাব হওয়ার সম্ভাবনা। যেহেতু লঞ্চের এখনও দেরি আছে, তাই আগামী কয়েক মাসের মধ্যে নতুন ডিভাইসগুলির সম্পর্কে একে একে তথ্য ফাঁস হবে বলে আশা করা যায়।

OnePlus 13T স্পেসিফিকেশন ও দাম

OnePlus 13T এর পিছনের অংশে 50 মেগাপিক্সেলের একজোড়া ক্যামেরা সেটআপ আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য হ্যান্ডসেটটির সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটিতে 6.32-ইঞ্চি LTPO ডিসপ্লে আছে যা ডলবি ভিশন, HDR10+, ফুল-এইচডি+ ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং 1,264×2,640 পিক্সেল রেজোলিউশন অফার করে। এটি Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত, যা 16GB পর্যন্ত RAM এবং 1TB পর্যন্ত বিল্ট-ইন স্টোরেজের সঙ্গে যুক্ত।

ওয়ানপ্লাসের এই কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 80W ফাস্ট চার্জিং সমর্থন সহ 6,260mAh ব্যাটারি বর্তমান। এছাড়া, অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে ধুলো ও জল প্রতিরোধের জন্য IP65-রেটিং, নতুন শর্টকাট কী, সার্কেল টু সার্চ, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, NFC উল্লেখযোগ্য। চীনে লঞ্চের সময় ডিভাইসটির বেস 12 জিবি + 256 জিবি স্টোরেজ মডেলের দাম ছিল 3,399 ইউয়ান (প্রায় 39,000 টাকা)।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: OnePlus, OnePlus Pad 3 Mini, OnePlus 15T, OnePlus 13T
Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. লঞ্চের তিন মাস পর CMF Buds 2 ও CMF 2 Plus-এর বিক্রি শুরু, সেল মাত্র 2 ঘন্টা চলবে
  2. স্মার্টফোনকেও টেক্কা! OnePlus আনছে দুর্ধর্ষ ট্যাব, থাকবে Snapdragon 8 Elite 2 প্রসেসর
  3. 200 টাকার কম দামের রিচার্জ প্ল্যানে 30 জিবি ডেটা ও 28 দিনের ভ্যালিডিটি দিচ্ছে Vodafone Idea
  4. লঞ্চের আগেই Redmi 15C এর দাম ফাঁস, থাকবে 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরা
  5. Lava Blaze Dragon চীনা স্মার্টফোনদের ঘুম কাড়বে, দাম হতে পারে 10,000 টাকার কম
  6. Samsung Galaxy F36 5G ভারতে লঞ্চ হল, দাম ও ফিচার্সে ক্রেতাদের মন জয় করে নেবে
  7. Lava Blaze Dragon 5G বাজার কাঁপাতে 25 জুলাই লঞ্চ হচ্ছে, কম দামে পাবেন 50MP AI ক্যামেরা
  8. 6,500mAh ব্যাটারি ও 90W ফাস্ট চার্জিং সহ দেশে আসছে Vivo V60, থাকবে নতুন অপারেটিং সিস্টেম
  9. Realme 15 5G হবে বাজার কাঁপানো ফোন, সস্তায় 50MP সেলফি ক্যামেরা, 7,000mAh ব্যাটারি পাবেন
  10. Realme 15 সিরিজের সঙ্গে একই দিনে লঞ্চ হচ্ছে Realme Buds T200, কিনবেন নাকি
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.