প্রিপেড ইউজারদের জন্য আবারও নতুন এক প্যাক নিয়ে এলো এয়ারটেল। 299 টাকার এই প্যাকে গ্রাহকরা বিনামূল্যে আনলমিটেড ভয়েস কল ও SMS এর সুবিধা পাবেন। এর সাথেয় পাবেন আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কলের সুবিধা। এই প্যাকে ভয়েস কল এ কোন ডেইলি ক্যাপিং থাকবে না। এর সাথেই নতুন 299 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকরা রোজ 100 টি লোকাল ও ন্যাশানাল SMS সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। এয়ারটেলের নতুন এই প্যাকের ভ্যালিডিটি 45 দিন। যদিও ইতিমধ্যেই বাজারে রয়েছে এয়ারটেলের একটি 299 টাকার প্রিপেড প্ল্যান। সেই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.4 GB করে 3G অথবা 4G ডাটা পান। এর সাথেই এই প্ল্যানে গ্রাহকরা পান আনলিমিটেড ভয়েস কল ( ডেইলি ক্যাপিং সহ), আর রোজ 100 টি করে লোকাল ও ন্যাশানাল SMS। এই প্যাকের বৈধতা 42 দিন।
টেলিকম টকে এক রিপোর্টে জানানো হয়েছে সারা ভারতে নতুন এই প্ল্যান লঞ্চ হলেও এয়ারটেলের নিজস্ব অ্যাপ, ওয়াবসাইটে এখনো দেখা যায়নি এই প্ল্যান।
আর এই প্যাকের খবর যদি সত্যি হয় তবে নতুন এই প্রিপেড প্যাককে কোন প্রতিযোগিতা দিতে পারবে না অন্য কোন অপারেটার। Jio, Vodafone বা Idea টেলিকমের এই মুহুর্তে শুধুমাত্র আনলিমিটেড কলিং এর জন্য কোন প্ল্যান নেই বাজারে। বেশিরভাগ আনলিমিটেড প্ল্যানেই আনলিমিটেড কলিং এর উপরে দৈনিক বা সাপ্তাহিক লিমিট। এর ফলে নামে আনলিমিটেড হলেও আদতে সেই সব প্ল্যানে বাঁধা থাকে নির্দিষ্ট কলিং টাইম। এর সাথেই এই প্ল্যান গুলির সাথে গ্রাহকরা রোজ পেয়ে যান কিছু পরিমান ডাটা।
শুধুমাত্র ভয়েস কল ব্যাবহারকারীদের কথা মাথায় রেখেই এই প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল। যারা সারা দিন ফোনে কথা বলেন তাদের জন্য আদর্শ এয়ারটেলের নতুন 299 টাকার প্ল্যান। যদিও এই দেশে টেলিকম অপারেটারদের মধ্যে ডাটা যুদ্ধ থামার নাম নেই। সপ্রতি এয়ারটেল প্রিপেডে লঞ্চ করেছে 449 টাকার প্যাক। এই প্যাকে গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল, রোজ 100 টি SMS, 2GB করে 3G অথবা 4G ডাটা। 449 টাকার এই প্যাকের বৈধতা 70 দিন। অন্যদিকে 448 টাকায় জিও দিচ্ছে রোজ 2GB ডাটা, আনলিমিটেড কলিং ও রোজ 100 টি SMS। তবে জিওর 448 টাকার প্ল্যানের বৈধতা 84 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন