প্রিপেড গ্রাহকদের ভ্যালিডিটি বাড়াতে নতুন রিচার্জ প্যাক নিয়ে এল Airtel। এবার মাত্র 23 টাকা রিচার্জ করে 28 দিন ভ্যালিডিটি বাড়িয়ে নিতে পারবেন ভারতের এক নম্বর টেলিকম কোম্পানির গ্রাহকরা। কোম্পানির ‘স্মার্ট রিচার্জ' পোর্টফোলিওতে নতুন এই প্ল্যান ভাউচার 23 লঞ্চ হয়েছে। তবে এই রিচার্জে কোন ডাটা বা ভয়েস কলের সুবিধা পাওয়া যাবে না। শুধুমাত্র ভ্যালিডিটি বাড়বে। প্রতি গ্রাহকের কাছে গড় মুনাফার পরিমান বাড়াতে নতুন এই প্ল্যান লঞ্চ করেছে Airtel।
আরও পড়ুন: Airtel পোস্টপেড রেফারালে পাওয়া যাচ্ছে 1,500 টাকা ছাড়
নতুন এই রিচার্জে লোকাল ও ন্যাশানাল কল করতে খরচ হবে 2.5 পয়সা প্রতি সেকেন্ড। এর সাথেই লোকাল SMS করতে 1 টাকা আর ন্যাশানাল SMS করতে 1.5 টাকা খরচ হবে। নতুন এই রিচার্জ প্যাকের ভ্যালিডিটি 28 দিন। এই প্ল্যানের সাথে কোন ডাটা ব্যবহারের সুবিধা পাওয়া যাবে না। এই প্ল্যানের সাথে অতিরিক্ত ডাটা প্যাক কিনে বা মেন ব্যালেন্স থেকে টাকা খরচ করে ডাটা ব্যবহার করা যাবে। এছাড়াও এই প্ল্যানের সাথে পাওয়া যাবে না কোন টকটাইম।
আরও পড়ুন: ঘাড়ে নিঃশ্বাস ফেলছে Jio, প্রবল চাপে Airtel
Airtel.in আর MyAirtel অ্যাপ থেকে 29 টাকা রিচার্জ করা যাবে। সম্প্রতি একাধিক কম্বো প্যাক লঞ্চ করেছিল Airtel। 35 টাকা রিচার্জে 26.66 টাকা টকটাইম পাওয়া যাবে। লোকাল, ন্যাশানাল ও রোমিং কলে প্রতি সেকেন্ডে 1 পয়সা খরচ হবে। এর সাথেই 28 দিনের ভ্যালিডি পাওয়া যাবে এই প্ল্যানে। 35 টাকার প্ল্যানে গ্রাহকরা 100MB ডাটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন। এই প্ল্যানে গ্রাহক 65 টাকার ফুল টকটাইম পাবেন। সব কলে সেকেন্ডে 1 পয়সা খরচ হবে। সাথে পাওয়া যাবে 200MB ডাটা।
95 টাকার প্ল্যানে গ্রাহক 95 টাকা টকটাইম পাবেন। এই প্ল্যানে কল করতে দুই সেকেন্ডে এক পয়সা খরচ হবে। এর সাথেই গ্রাহকর বিনামূল্যে 500MB ডাটা ব্যবহহার করতে পারবেন। 95 টাকার এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন