Airtel Discontinues Rs. 189 Prepaid Plan
Photo Credit: Reuters
Airtel কি তাদের 189 টাকার আনলিমিটেড রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে? টেলিকম সংস্থাটি এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু না বললেও, তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রিপেইড প্ল্যানটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্য প্ল্যাটফর্মে গিয়ে সংস্থার সিম রিচার্জ করার জন্য 189 লিখে সার্চ করলেও অন্য প্ল্যান দেখাচ্ছে। টেলিকমটক-এর রিপোর্টেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে সংস্থার সবচেয়ে সাশ্রয়ী মূল্যের আনলিমিটেড কলিং প্ল্যান হিসেবে 199 টাকার প্যাক চালু আছে। পুরনো 189 টাকার প্ল্যান ওয়েবসাইট থেকে উধাও। আগে এটি ভারতীয় টেলিকম সংস্থাটির সবচেয়ে সস্তা আনলিমিটেড প্ল্যান ছিল।
যারা মূলত ভয়েস কল করেন এবং খুব কম ইন্টারনেট ব্যবহার করেন, সেই সমস্ত ব্যবহারকারীদের মধ্যে 189 টাকার রিচার্জ প্ল্যান জনপ্রিয় ছিল। নিম্নবিত্ত ও খুব কম আয়ের মানুষরাও প্ল্যানটির উপর নির্ভর করতেন। 21 দিনের ভ্যালিডিটি সহ এই প্রিপেইড প্যাকটি 1 জিবি মোবাইল ডেটা ও 300টি এসএমএস প্রদান করতো।
ব্যাকআপ নম্বর চালু রাখার জন্যেও 189 টাকার প্যাকে নির্ভর করতো গ্রাহকরা। কিন্তু এটি বন্ধ হয়ে যাওয়ার কারণে 199 টাকা এয়ারটেলের নতুন প্রাথমিক বা এন্ট্রি-লেভেল রিচার্জ প্ল্যান হিসেবে চালু হয়েছে। এই ট্রুলি আনলিমিটেড প্ল্যানে 28 দিন বা 4 সপ্তাহ আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা পাওয়া যায়। এর সঙ্গে মোট 2 জিবি ডেটা ও প্রতিদিন 100টি SMS ব্যবহার করা যায়।
199 টাকার প্ল্যানে এয়ারটেল রিওয়ার্ডস অর্ন্তভুক্ত আছে। যার মধ্যে এয়ারটেল হ্যালোটিউনস ও পারপ্লেক্সিটি প্রো এআই সাবস্ক্রিপশন উপলব্ধ। ব্যবহারকারীদের জন্য এয়ারটেল হ্যালোটিউনস বিনামূল্যে 30 দিনের জন্য উপলব্ধ। অন্য দিকে, 17,000 টাকা দামের পারপ্লেক্সিটি প্রো এআই 12 মাস (1 বছর) ব্যবহার করা যাবে।
আপনি যদি আরও ভাল বেস প্যাক নিতে চান, তাহলে 219 টাকার রিচার্জ প্ল্যান দেখতে পারেন। এই প্রিপেইড প্ল্যানও আনলিমিটেড লোকাল, STD, এবং রোমিং কল অফার করে। এতে 28 দিনের জন্য 3 জিবি ডেটা পাওয়া যায়।
টেলিকম বিশেষজ্ঞদের মতে, চলতি বছর শেষ হওয়ার আগেই জিও, ভোডাফোন আইডিয়া (ভিআই), ও এয়ারটেল রিচার্জ প্ল্যানের দাম 15 থেকে 20 শতাংশ বাড়াতে পারে। আর সস্তা প্ল্যান বন্ধের মাধ্যমে টেলিকম কোম্পানিরা ক্রেতাদের ধীরে ধীরে বেশি দামের ডেটা প্ল্যানের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যতে যখন ফ্রি 5G শেষ হবে, তখন দাম বাড়ানো আরও সহজ হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.