345 টাকা ও 559 টাকা ফাস্ট রিচার্জ প্ল্যান সরিয়ে 248 টাকার নতুন ফাস্ট রিচার্জ প্ল্যান নিয়ে এল Bharti Airtel। 229 টাকার ফাস্ট রিচার্জ প্ল্যানের পরিবর্তে বাজারে এল নতুন এই রিচার্জ প্ল্যান। এর ফলে 76 টাকা, 178 টাকা, 248 টাকা আর 495 টাকা ফাস্ট রিচার্জ প্ল্যানগুলি ব্যবহার করতে পারবেন নতুন গ্রাহকরা। বিভিন্ন ভ্যালিডিটির সব কটি ফাস্ট রিচার্জে ডেটা সুবিধার সাথে থাকছে দিনে 100 তি SMS ব্যবহারের সুবিধা।
Telecom Talk ওয়েবসাইটে প্রকাশিত এক রিপোওর্টে জানানো হয়েছে 229 টাকা ফাস্ট রিচার্জ সরিয়ে 248 টাকা ফাস্ট রিচার্জ নিয়ে এসেছে Airtel। 248 টাকার ফাস্ট রিচার্জে নতুন Airtel গ্রাহকরা দিনে 1.4GB ডেটা ব্যবহার করতে পারবেন। সাথে থাকছে আনলিমিটেড কল ও দিনে 100 টি SMS ব্যবহারের সুবিধা। নতুন প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। গোটা দেশের সব সার্কেলের গ্রাহকরা 248 টাকা ফাস্ট রিচার্জ ব্যবহার করতে পারবেন।
495 টাকা ফাস্ট রিচার্জেও একই সুবিধা পাওয়া যায়। তবে 248 টাকায় 28 দিন ভ্যালিডিটি পাওয়া গেলেও 495 টাকায় থাকছে 84 দিন ভ্যালিডিটি। এছাড়াও 76 টাকা ফাস্ট রিচার্জে নতুন Airtel গ্রাহকরা 28 দিন ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে ভয়েস কল করতে 60 পয়সা খরচ হবে। থাকছে 100MB 2G/3G/4G ডেটা।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন