JioFiber Effect: বিনামূল্যে 1,000GB অতিরিক্ত ডেটা দিচ্ছে Airtel

Airtel V-Fiber গ্রাহকরা 1000 GB পর্যন্ত অরিরিক্ত ডেটা পাবেন। অতিরিক্ত এই ডেটার ভ্যালিডিটি ছয় মাস।

JioFiber Effect: বিনামূল্যে 1,000GB অতিরিক্ত ডেটা দিচ্ছে Airtel

তিনটি ব্রডব্যান্ড প্ল্যানের সাথে অতিরিক্ত ডেটা দিচ্ছে Airtel

হাইলাইট
  • 1,999 টাকা প্ল্যানে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে
  • 1,599 টাকা প্ল্যান অতিরিক্ত 1,000 GB ডেটা ব্যবহার করা যাবে
  • 799 টাকা প্ল্যানের সাথে থাকছে অতিরিক্ত 200 GB ডেটা
বিজ্ঞাপন

শিঘ্রই লঞ্চ হবে JioFiber। তাই আগে থেকেই কোম্পানির গ্রাহক ধরে রাখতে এবার ব্রডব্যান্ড গ্রাহকদের অতিরিক্ত ডেটা দিতে শুরু করল Airtel। কোম্পানির ফাইবার ব্রডব্যান্ড পরিষেবা Airtel V-Fiber গ্রাহকরা 1000 GB পর্যন্ত অরিরিক্ত ডেটা পাবেন। অতিরিক্ত এই ডেটার ভ্যালিডিটি ছয় মাস। মাসে 799 টাকা, 1,099 টাকা আর 1,599 টাকা প্ল্যানের সাথে এই সুবিধা পাওয়া যাবে।

799 টাকা প্ল্যানের সাথে 100GB ডেটার উপরে অতিরিক্ত 200GB ডেটা ব্যবহার করা যাবে। এই অতিরিক্ত ডেটা আগামী ছয় মাস বৈধ থাকবে। 750  টাকা প্ল্যানে 40Mbps স্পিডে ডেটা ব্যবহার করা যায়। সাথে রয়েছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল কল আর Airtel TV Premium সাবস্ক্রিপশন।

1,099 টাকা প্ল্যানের 300GB ডেটার উপরে 500GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের স্পিড 100 Mbps। এই প্ল্যানের সাথে আনলিমিটেড লোকাল আর ন্যাশানাল কল করা যাবে। সাথে থাকছে Amazon Prime, Netflix, Zee5 Premium আর Airtel TV Premium সাবস্ক্রিপশন।

1,599 টাকা প্ল্যানের সাথে 1,000GB অতিরিক্ত ডেটা পাবেন Airtel V-Fiber গ্রাহক। অতিরিক্ত ডেটার ভ্যালিডিটি ছয় মাস। এই প্ল্যানের সাথে আনলিমিটেড লোকাল আর ন্যাশানাল কল করা যাবে। সাথে থাকছে Amazon Prime, Netflix, Zee5 Premium আর Airtel TV Premium সাবস্ক্রিপশন।

এছাড়াও Airtel V-Fiber কানেকশনে একটি 1,999 টাকা প্ল্যান রয়েছে। তবে এই প্ল্যানের সাথে কোন অতিরিক্ত ডেটা পাওয়া যাবে না। কারন এই প্ল্যানের সাথে 100 Mbps স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যায়। ডেটা ব্যবহারের কোন সীমা না থাকার কারনেই 1,999 টাকা প্ল্যানের সাথে কোন অতিরিক্ত ডেটা পাওয়া যাবে না। যদিও এই প্ল্যানের সাথেও আনলিমিটেড লোকাল আর ন্যাশানাল কল করা যাবে। সাথে থাকছে Amazon Prime, Netflix, Zee5 Premium আর Airtel TV Premium সাবস্ক্রিপশন।

ইতিমধ্যেই কোম্পানির ওয়েবসাইটে Airtel V-Fiber গ্রাহকদের জন্য অতিরিক্ত ডেটার কথা জানানো হয়েছে। কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে অতিরিক্ত এই ডেটা আগামী ছয় মাস পর্যন্ত বৈধ থাকবে। এই সব প্ল্যানের সাথে তিন মাস Netflix সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়াও Amaozn Prime সাবস্ক্রিপশনের ভ্যালিডিটি 12 মাস। শুধুমাত্র Airtel V-Fiber গ্রাহকরাই এই অতিরিক্ত সুবিধা পাবেন বলে জানিয়েছে গুরুগ্রামের কোম্পানিটি।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. HMD Fusion 2 ফিরিয়ে আনছে মডিউলার ফোনের যুগ, 108MP ক্যামেরায় তুলবে সেরা ছবি
  2. মনস্টার 7,800mAh ব্যাটারি ও চাম্পিয়ন প্রসেসর সহ দুর্ধর্ষ OnePlus ফোন সোমবার লঞ্চ হচ্ছে
  3. Realme-এর 7000mAh ব্যাটারি ও 120W ফাস্ট চার্জিং ফোন 7,000 টাকা সস্তা হল!
  4. Oppo Reno 15 ও Reno 15 Pro আসছে 200MP ক্যামেরার সঙ্গে, রেনো সিরিজের ইতিহাসে প্রথম!
  5. Zoho Pay: ফোনপে, পেটিএম-কে টেক্কা দিতে আসছে স্বদেশি UPI পেমেন্ট অ্যাপ জোহো পে
  6. 39,999 টাকা দামের Samsung স্মার্টফোন 16,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে, অফার মিস করলে পস্তাবেন
  7. Vivo X300 সিরিজ DSLR-এর মতো ক্যামেরা নিয়ে শীঘ্রই ভারতে আসছে
  8. Redmi K90 সস্তায় প্রিমিয়াম ফোন কেনার স্বপ্নপূরণ করতে লঞ্চ হল, কম দামে দুর্দান্ত ফিচার্স
  9. Redmi K90 Pro Max বাজার কাঁপিয়ে লঞ্চ হল, Bose-এর সাউন্ড ও দুর্ধর্ষ ফিচার্সে করল বাজিমাত
  10. OnePlus আনছে 8,000mAh ব্যাটারির সুপারফোন! লঞ্চ হবে 2025 সালের শেষে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »