অ্যাপেল এখন এক ট্রিলিয়নের সংস্থা

অ্যাপেল এখন এক ট্রিলিয়নের সংস্থা

জুন কোয়ার্টারের রিপোর্ট পেশ হতেই দেখা যায়  অ্যাপেলের শেয়ার বেড়েছে 2.8 শতাংশ

হাইলাইট
  • অ্যাপেলের সাফল্যের নেপথ্যে আছে আইফোনের জনপ্রিয়তা
  • 1980 থেকে এ পর্যন্ত সংস্থার শেয়ার বেড়েছে প্রায় 50,000 শতাংশ
  • 1976 সালে স্টিভ জোবসের হাত ধরে পথ চলা শুরু অ্যাপেলের
বিজ্ঞাপন

আমেরিকার প্রথম পাবলিকলি লিস্টেড কোম্পানি হিসেবে এক ট্রিলিয়নে পৌঁছে গেল অ্যাপেল। গত এক দশক ধরে আইফোন এবং অ্যাপেলের  কম্পিউটারের জনপ্রিয়তাই এই সাফল্যের নেপথ্যে আছে বলে মনে করা হচ্ছে।    

জুন কোয়ার্টারের রিপোর্ট পেশ হতেই দেখা যায়  অ্যাপেলের শেয়ার বেড়েছে 2.8 শতাংশ। সাফল্য যে এই পরিমাণে আসবে সেটা সংস্থারও প্রত্যাশার বাইরে ছিল।      

1976 সালে স্টিভ জোবসের হাত ধরে পথ চলতে শুরু করা সংস্থার এখনকার রোজগার পর্তুগাল এবং নিউজিল্যান্ডের থেকেও বেশি। সিলিকন ভ্যালির এই সংস্থার শেয়ার 1980 থেকে এ পর্যন্ত বেড়েছে প্রায়  50,000 শতাংশ।

2006 সালে বাজারে আসে আইফোন। অল্প সময়ের মধ্যে তা জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। বাড়তে থাকে সংস্থার রোজগার। পাশাপাশি নিয়মিত ব্যবধানে নতুন নতুন ফোনও নিয়ে আসতে থাকে সংস্থা।  এরপর 2011 সালে মৃত্যু হয়  স্টিভ জোবসের।  সংস্থার দায়িত্বে আসেন টিম কুক। তাঁর সময়ে অ্যাপেলের মুনাফা অনেকটাই বাড়লেও আইফোনের সমতুল কোনও সামগ্রী প্রস্তুত করতে পারেননি কুক।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Apple, Trillion dollar company
ফেসবুকে শেয়ার করুন Gadgets360 Twitter Shareটুইট শেয়ার Snapchat রেডিট কমেন্ট

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »