জিওর ডবল ধামাকা প্ল্যানের সাথে টক্করে নতুন প্ল্যান লঞ্চ করল BSNL। নতুন 149 টাকার এই প্ল্যানে গ্রাহকরা রোজ 4GB ডাটা পাবেন। বৃহষ্পতিবার থেকে রাশিয়ায় শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর গ্রাহকদের ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ করে দিতেই FIFA World Cup Special Data STV 149 প্ল্যানটি লঞ্চ করেছে BSNL। 14 জুন থেকে 15 জুলাই ফুটবল বিশ্বকাপের সময় ভ্যালিড থাকবে নতুন এই প্ল্যান। জিওর 149 টাকার প্ল্যানের সাথে টক্করেই নতুন এই প্ল্যান লঞ্চ করেছে BSNL। জিওর 149 টাকার প্ল্যানে গ্রাহকরা রোজ 3GB ডাটা, আনলিমিটেড কলিং ও রোজ 100 টি SMS এর সুবিধা পান। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। এছাড়াও 149 টাকার প্ল্যানে এয়ারটেল গ্রাহকরা প্রতি 2GB করে ডাটা পান। এর সাথেই এয়ারটেল গ্রাহকরা 149 টাকার প্ল্যানে আনলিমিটেড কলিং আর রোজ 100 টি SMS এর সুবিধা পান। জিওর মতো এই প্ল্যানের ভ্যালিডিটিও 28 দিন।
দেশের সব সার্লেকেই 14 জুন থেকে এই অফার চালু হহয়ে যাবে বলে এক রিপোর্টে জানানো হয়েছে। আর রোজ 4GB ডাটা দিয়ে প্রতিযোগী এয়ারটেল ও জিওর থেকে অনেকটাই এগিয়ে থাকল BSNL। যদিও BSNL এর এই প্যাকে কোন ভয়েস কলিং ও SMS এর সুবিধা পাবেন না গ্রাহকরা। এই বছর ভারতে এক বিশাল সংখ্যক মানুষ মোবাইলেই ফুটবল বিশ্বকাপ দেখবেন। আর সেই গ্রাহকদের টার্গেট করেই এই প্ল্যান লঞ্চ করেছে BSNL।
শুধুমাত্র কোম্পানির প্রিপেড গ্রাহকরাই এই প্ল্যান ব্যাবহার করতে পারবেন। BSNL এর ওয়েবসাইট বা যে কোন রিটেল আউটলেটে গিয়ে 149 টাকার এই রিচার্জ করে নেওয়া যাবে।
গত সপ্তাহে ফাইবার টু হোম সার্ভিসে দুটি নতুন প্ল্যান লঞ্চ করেছিল রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থাটি। Fibro Combo ULD 777 নামের প্রথম ব্রডব্যান্ড প্ল্যানে মাসে 50Mbps স্পিডে 500GB ডাটা পাবেন BSNL গ্রাহকরা। 30 দিনের ভ্যালিডিটি থাকবে এই প্ল্যানে। এছাড়াও Fibro Combo ULD 1277 প্ল্যানে 100Mbps স্পিডে 750GB ডাটা পাবেল গ্রাহকরা। এর ফলে লঞ্চের আগেই কঠিন প্রতিযোগিতার সম্মুখিন হবে JioFiber।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন