Jio-র সাথে প্রতিযোগিতায় একের পর এক ধামাকা প্ল্যান লঞ্চ করছে রাষ্ট্রায়াত্ত্ব টেলিকম সংস্থা BSNL। এবার ভারতে প্রিপেড গ্রাহকদের জন্য আকর্ষনীয় প্ল্যান ঘোষনা করল BSNL। এই প্ল্যানে গ্রাহকরা 365 দিন প্রতিদিন 2GB ডাটা, আনলিমিটেড ভয়েস কল আর রোজ 100 টি SMS করতে পারবেন। এই প্ল্যানের দাম মাত্র 1999 টাকা। এই প্ল্যানে মোট 730GB ডাটা পাবেন গ্রাহকরা। গত জানুয়ারী মাসে 4G সার্ভিস শুরু করেছিল কোম্পানিটি। ভারতে শুধুমাত্র কেরালা সার্কেলে কোম্পানির 4G সার্ভিস চালু রয়েছে।
আপাতত শুধুমাত্র তামিলনাড়ু সার্কেলে এই প্ল্যান চালু করা হয়েছে। 25 জুন থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার শুরু করতে পারবেন। এর ফলে স্বল্প মূল্যে গ্রাহকরা হাই স্পিড ডাটা ব্যবহার করতে পারবেন।
Jio-র 1999 টাকার প্ল্যানের ভ্যালিডিটি 180 দিন। এর সাথেই মোট 125GB হাই স্পিড ডাটা পাওয়া যায়। যদিও Jio-র 4G VoLTE নেটওয়ার্ক সারা ভারতে পাওয়া যায়।
এই মাসেই আরও অনেক কম দামের প্রিপেড প্ল্যান লঞ্চ করে Jio সাথে প্রতিযোগিতায় নেমেছে। 14 টাকা থেকে 241 টাকা পর্যন্ত বিভিন্ন প্রিপেড প্ল্যান লঞ্চ করে Jio-কে ধরাসায়ী করার চেষ্টা করছে BSNL
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন