4G চালু করার সাথে সাথেই BSNL আনল দুর্দান্ত প্ল্যান, সবথেকে কম খরচে ডেটা ও আনলিমিটেড কলিং

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 29 সেপ্টেম্বর 2025 14:24 IST
হাইলাইট
  • BSNL এনেছে 1,999 টাকার নতুন প্ল্যান
  • প্ল্যানে 330 দিনের জন্য দৈনিক 1.5 জিবি ডেটা পাওয়া যাবে
  • আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100টি SMS ফ্রি

BSNL আনল 1,999 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান

Photo Credit: BSNL

BSNL গত শনিবার দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে 4G নেটওয়ার্ক পরিষেবা চালু করেছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির রিচার্জ প্ল্যানগুলি বেসরকারি অপারেটরদের তুলনায় প্রায় 30 থেকে 40 শতাংশ সস্তা। এর ফলে উপকৃত হবে সাধারণ জনতা। এমন অনেকেই আছেন যারা একবার রিচার্জ করে মাসে মাসে খরচ থেকে মুক্তি পেতে চান। এবার তাদেরই জন্য 11 মাস বা 330 দিনের ভ্যালিডিটির একটি এককালীন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। নতুন প্রি-পেইড প্ল্যানটিতে মাসের হিসেবে প্রায় 182 টাকা মতো খরচ করে একঝাঁক সুবিধা পাওয়া যাবে।

BSNL আনল 330 দিনের জন্য 1999 টাকার প্ল্যান

BSNL ব্যবহারকারীরা 1,999 টাকার রিচার্জ করে 330 দিন অর্থাৎ 11 মাস ধরে ফোনে যত খুশি কথা বলতে পারবে। পরিচিত ভাষায় যাকে বলে আনলিমিটেড কলিং। দৈনিক 1.5 জিবি ডেটা মিলবে। সঙ্গে প্রতিদিন 100টি এসএমএস (SMS) ফ্রি পাওয়া যাবে। অর্থাৎ এই প্রিপেইড প্ল্যানে প্ল্যানে 11 মাস আনলিমিটেড কলিং, প্রতিদিন 1.5 জিবি ডেটা, ও 100টি এসএমএস পাঠানো যাবে।

বিএসএনএল জানিয়েছে, তাদের সিম ব্যবহারকারীরা 1,999 টাকার নতুন প্ল্যানটি সংস্থার ওয়েবসাইট অথবা সেল্ফ-কেয়ার অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই দুই প্ল্যাটফর্মে কোম্পানি রিচার্জ প্ল্যানের দামে 2 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। মনে রাখবেন, অফারটি অক্টোবর 15 পর্যন্ত বৈধ থাকবে।

বিএসএনএল সম্প্রতি 485 টাকার একটি প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে, যেখানে 72 দিনের জন্য আনলিমিটেড কলিং, দৈনিক 2 জিবি ডেটা, এবং 100টি এসএমএস পাঠানোর সুবিধা মিলবে। এছাড়াও, টেলিকম সংস্থাটির 199 টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যান আছে। এই প্ল্যানে 4 সপ্তাহের জন্য আনলিমিটেড কলিং, দৈনিক 2 জিবি ডেটা, ও 100 এসএমএস পাঠানো যাবে।

এদিকে, গত সপ্তাহে BSNL তাদের প্রায় 98,000 টাওয়ারে 4G নেটওয়ার্ক সক্রিয় করেছে, যার ফলে প্রতিটি রাজ্যের ব্যবহারকারীদের কাছে উচ্চ গতির সংযোগ পৌঁছেছে। বর্তমানে 5G চালুর প্রস্তুতি নিচ্ছে সংস্থা৷ এই বছরের শেষ নাগাদ দিল্লি ও মুম্বাইয়ের মতো মেট্রো শহরগুলিতে পরিষেবা শুরু হতে পারে৷ 4G টাওয়ারগুলির সফটওয়্যার পরিবর্তন করলেই তা 5G পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে বলে জানা গিয়েছে৷ 

প্রসঙ্গত, ভারত বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বনির্ভর 4G পরিষেবা চালু করেছে। আগে এই কৃতিত্ব ছিল সুইডেন, ডেনমার্ক, চিন, ও দক্ষিণ কোরিয়ার কাছে। সম্পূর্ণ স্বদেশী 4G নেটওয়ার্ক গড়ে তুলতে 37,000 কোটি টাকা বিনিয়োগ করেছে ভারত সরকার।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: BSNL, BSNL Prepaid Plan
Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. লঞ্চের আগেই Oppo Find X9 স্মার্টফোনের ক্যামেরা ও ডিসপ্লে স্পেসিফিকেশন ফাঁস হল
  2. সস্তায় জিনিস কেনার লাস্ট চান্স, এই তারিখ শেষ হচ্ছে Flipkart Big Billion Days সেল
  3. Realme 15 Pro 5G Game of Thrones Limited Edition ভারতে আসছে, থাকবে ড্রাগনের ডিজাইন
  4. বিজ্ঞাপন ছাড়াই দেখুন YouTube, রাস্তার বিরিয়ানির দামের থেকেও সস্তা প্ল্যান আনল Google
  5. 4G চালু করার সাথে সাথেই BSNL আনল দুর্দান্ত প্ল্যান, সবথেকে কম খরচে ডেটা ও আনলিমিটেড কলিং
  6. ক্যামেরা, ব্যাটারি ও প্রসেসরে বড় চমক, Poco F8 Ultra ঝড় তুলবে Android ফোনের বাজারে
  7. পিছনে 200MP ও সামনে 50MP ক্যামেরার সঙ্গে মধ্যবিত্তের বাজেটে আসছে Vivo V60e, দাম ফাঁস
  8. BSNL পঞ্চমীতে দেশজুড়ে 4G পরিষেবা চালু করল, সবথেকে কম খরচে ডেটা ও আনলিমিটেড কল
  9. চীনের বাজার কাঁপিয়ে Xiaomi 17 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স অবাক করবে
  10. চীনে লঞ্চের আগেই ভারতে প্রদর্শিত হল OnePlus 15, পারফরম্যান্সে বাজিমাত
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.