4G চালু করার সাথে সাথেই BSNL আনল দুর্দান্ত প্ল্যান, সবথেকে কম খরচে ডেটা ও আনলিমিটেড কলিং

BSNL-এর নতুন 1,999 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানের মেয়াদ 330 দিন।

4G চালু করার সাথে সাথেই BSNL আনল দুর্দান্ত প্ল্যান, সবথেকে কম খরচে ডেটা ও আনলিমিটেড কলিং

Photo Credit: BSNL

BSNL আনল 1,999 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান

হাইলাইট
  • BSNL এনেছে 1,999 টাকার নতুন প্ল্যান
  • প্ল্যানে 330 দিনের জন্য দৈনিক 1.5 জিবি ডেটা পাওয়া যাবে
  • আনলিমিটেড কলিং ও প্রতিদিন 100টি SMS ফ্রি
বিজ্ঞাপন

BSNL গত শনিবার দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে 4G নেটওয়ার্ক পরিষেবা চালু করেছে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির রিচার্জ প্ল্যানগুলি বেসরকারি অপারেটরদের তুলনায় প্রায় 30 থেকে 40 শতাংশ সস্তা। এর ফলে উপকৃত হবে সাধারণ জনতা। এমন অনেকেই আছেন যারা একবার রিচার্জ করে মাসে মাসে খরচ থেকে মুক্তি পেতে চান। এবার তাদেরই জন্য 11 মাস বা 330 দিনের ভ্যালিডিটির একটি এককালীন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। নতুন প্রি-পেইড প্ল্যানটিতে মাসের হিসেবে প্রায় 182 টাকা মতো খরচ করে একঝাঁক সুবিধা পাওয়া যাবে।

BSNL আনল 330 দিনের জন্য 1999 টাকার প্ল্যান

BSNL ব্যবহারকারীরা 1,999 টাকার রিচার্জ করে 330 দিন অর্থাৎ 11 মাস ধরে ফোনে যত খুশি কথা বলতে পারবে। পরিচিত ভাষায় যাকে বলে আনলিমিটেড কলিং। দৈনিক 1.5 জিবি ডেটা মিলবে। সঙ্গে প্রতিদিন 100টি এসএমএস (SMS) ফ্রি পাওয়া যাবে। অর্থাৎ এই প্রিপেইড প্ল্যানে প্ল্যানে 11 মাস আনলিমিটেড কলিং, প্রতিদিন 1.5 জিবি ডেটা, ও 100টি এসএমএস পাঠানো যাবে।

বিএসএনএল জানিয়েছে, তাদের সিম ব্যবহারকারীরা 1,999 টাকার নতুন প্ল্যানটি সংস্থার ওয়েবসাইট অথবা সেল্ফ-কেয়ার অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই দুই প্ল্যাটফর্মে কোম্পানি রিচার্জ প্ল্যানের দামে 2 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। মনে রাখবেন, অফারটি অক্টোবর 15 পর্যন্ত বৈধ থাকবে।

বিএসএনএল সম্প্রতি 485 টাকার একটি প্রিপেইড প্ল্যান নিয়ে এসেছে, যেখানে 72 দিনের জন্য আনলিমিটেড কলিং, দৈনিক 2 জিবি ডেটা, এবং 100টি এসএমএস পাঠানোর সুবিধা মিলবে। এছাড়াও, টেলিকম সংস্থাটির 199 টাকার একটি নতুন প্রিপেইড প্ল্যান আছে। এই প্ল্যানে 4 সপ্তাহের জন্য আনলিমিটেড কলিং, দৈনিক 2 জিবি ডেটা, ও 100 এসএমএস পাঠানো যাবে।

এদিকে, গত সপ্তাহে BSNL তাদের প্রায় 98,000 টাওয়ারে 4G নেটওয়ার্ক সক্রিয় করেছে, যার ফলে প্রতিটি রাজ্যের ব্যবহারকারীদের কাছে উচ্চ গতির সংযোগ পৌঁছেছে। বর্তমানে 5G চালুর প্রস্তুতি নিচ্ছে সংস্থা৷ এই বছরের শেষ নাগাদ দিল্লি ও মুম্বাইয়ের মতো মেট্রো শহরগুলিতে পরিষেবা শুরু হতে পারে৷ 4G টাওয়ারগুলির সফটওয়্যার পরিবর্তন করলেই তা 5G পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে বলে জানা গিয়েছে৷ 

প্রসঙ্গত, ভারত বিশ্বের পঞ্চম দেশ হিসেবে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্বনির্ভর 4G পরিষেবা চালু করেছে। আগে এই কৃতিত্ব ছিল সুইডেন, ডেনমার্ক, চিন, ও দক্ষিণ কোরিয়ার কাছে। সম্পূর্ণ স্বদেশী 4G নেটওয়ার্ক গড়ে তুলতে 37,000 কোটি টাকা বিনিয়োগ করেছে ভারত সরকার।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. বিশ্বের প্রথম 20 জিবি র‍্যামের ফোন আনছে Huawei, স্পিডে ধারে কাছে কেউ আসবে না
  2. Oppo Find X9 সিরিজের ভারতীয় দাম ফাঁস, 200MP ক্যামেরার ফোন কত টাকায়? জেনে নিন
  3. ChatGPT Group Chats: হোয়াটসঅ্যাপের সুবিধা এবার চ্যাটজিপিটিতে, চালু হল গ্রুপ চ্যাটস ফিচার
  4. Itel খুব সস্তায় 128 জিবি স্টোরেজের ফোন আনল, AI দিয়েই ভিডিও কল করা যাবে
  5. OnePlus 15R স্মার্টফোনের লঞ্চ কনফার্মড! OnePlus 15-এর থেকেও বড় 7,800mAh ব্যাটারি থাকতে পারে
  6. OnePlus 15 ভারতে লঞ্চ হল, 7,300mAh ব্যাটারি, তুখোড় প্রসেসর, ও 165Hz রিফ্রেশ রেটে গেমিং-এর আসল মজা
  7. Samsung-এর প্রথম ট্রিপল ডিসপ্লের ফোন ডিসেম্বরে 5 লঞ্চ হতে পারে, থাকবে 200MP ক্যামেরা, দাম জেনে নিন
  8. GPT-5.1: চ্যাটজিপিটির মানবিক ভার্সন লঞ্চ হল, মানুষের মতোই মিষ্টি কথার জাদুতে মুগ্ধ করবে
  9. Oppo-র পাঁচ ক্যামেরার দুর্ধর্ষ ফোনের দাম 19,000 টাকা কমল, কিনবেন নাকি?
  10. Realme Neo 8: রিয়েলমি এবার আনছে 8,000mAh ব্যাটারির ফোন, চার্জ ছাড়াই সারাদিন চলবে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »