BSNL লঞ্চ করল 485 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যান
Photo Credit: BSNL
BSNL কম দামে একটি নতুন রিচার্জ প্ল্যানের ঘোষণা করল। যারা বেশি দিনের জন্য অল্প খরচে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন বেশি ডেটা চাইছেন, তাদের জন্য 485 টাকার প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি। প্যাকটির ভ্যালিডিটি বা মেয়াদ 72 দিন। এটি মধ্যবিত্ত মানুষদের জন্য দারুণ সুবিধা হতে চলেছে। প্রায় আড়াই মাস ধরে গ্রাহকেরা ফোনে যত খুশি কথা বলার সুযোগ পাবে। পরিচিত ভাষায় যাকে বলে আনলিমিটেড কলিং। সঙ্গে দৈনিক 2 জিবি ডেটা মিলবে। 72 দিনের হিসেবে মোট 144 জিবি ডেটা ব্যবহার করা যাবে।
বিএসএনএল-এর নতুন 485 টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 100টি এসএমএস (SMS) ফ্রি পাওয়া যাবে। অর্থাৎ এই প্ল্যানে 72 দিনের জন্য আনলিমিটেড কলিং, দৈনিক 2 জিবি ডেটা, এবং 100টি এসএমএস পাঠানোর পাঠানোর সুবিধা মিলবে। দৈনিক ডেটার নির্ধারিত কোটা (2 জিবি) শেষ হয় গেলে ইন্টারনেটের স্পিড নেমে আসবে 40 কেবিপিএস-এ।
সংস্থাটি জানিয়েছে, তাদের সিম ব্যবহারকারীরা 485 টাকার নতুন প্ল্যানটি বিএসএনএল ওয়েবসাইট অথবা সেল্ফ-কেয়ার অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হল, এই দুই প্ল্যাটফর্মে কোম্পানি রিচার্জ প্ল্যানের দামে 2 শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। মনে রাখবেন, অফারটি অক্টোবর 15 পর্যন্ত বৈধ থাকবে৷ BSNL আরও বেশ কয়েকটি পকেট-ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান অফার করে। 107 টাকায় 35 দিনের জন্য মোট 3 জিবি ডেটা ও 200 মিনিট কলিং টাইম পাওয়া যায়। এছাড়াও, 147 টাকার প্যাকটিতে 30 দিনের জন্য আনলিমিটেড কলের সাথে এককালীন 10 জিবি ডেটা মেলে।
উল্লেখ্য, বিএসএনএল সম্প্রতি 200 টাকার কমে একটি দুর্দান্ত প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে। সংস্থার নতুন 199 টাকার প্ল্যানে 4 সপ্তাহ বা 28 দিনের জন্য অফুরন্ত ভয়েস কলিং, দৈনিক 2 জিবি দেটা, ও 100 এসএমএস পাঠানোর সুবিধা মিলবে। এটি পড়ুয়া, ডেলিভারি সংস্থার সঙ্গে যুক্ত কর্মী ও নিম্নবিত্ত মানুষদের জন্য দারুণ সুবিধা হতে চলেছে। বিএসএনএল ওয়েবসাইট বা সেল্ফ-কেয়ার অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে 2 শতাংশ তাৎক্ষণিক ছাড় মিলবে।
অন্য দিকে, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির ভারতীয় ডাক বিভাগের সঙ্গে এক বছরের সমঝোতা চুক্তি (মৌ) স্বাক্ষর করেছে। চুক্তি অনুসারে, ইন্ডিয়া পোস্টের 1.65 লক্ষেরও বেশি ডাকঘরে বিএসএনএল-এর সিম কার্ড বিক্রি হবে। পাশাপাশি গ্রাহকরা মোবাইলের রিচার্জও করতে পারবে। জানা গিয়েছে, দেশের প্রত্যন্ত অঞ্চলেগুলিতে সহজে টেলিকম পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.