Airtel কে টপকে এবার দুই নম্বরে Jio

2019 সালের মে মাসে মোট 82 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছেন। এর ফলে Jio -র মোট গ্রাহক সংখ্যা 32.2 কোটি ছাড়িয়েছে। শুক্রবার TRAI এর প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে।

Airtel কে টপকে এবার দুই নম্বরে Jio
বিজ্ঞাপন

Airtel কে টপকে ভারতের দ্বিতীয় বৃহত্তম নেটওয়ার্কের খেতাব ছিনিয়ে নিল মুকেশ আম্বানির Jio। মে মাসের প্রকাশিত তথ্য থেকে এই খবর সামনে এসেছে। 2016 সালের ভারতে টেলিকম নেটওয়ার্ক লঞ্চ করেছিলেন দেশের সবথেকে ধনী ব্যাক্তি মুকেশ আম্বানি। শুরুতে বিনামূল্যে ও পরে অবিশ্বাস্য দামে ডেটা দিয়ে ইতিমধ্যেই দেশবাসীর মন জয় করেছে Jio।

2019 সালের মে মাসে মোট 82 লক্ষ নতুন গ্রাহক Jio নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছেন। এর ফলে Jio -র মোট গ্রাহক সংখ্যা 32.2 কোটি ছাড়িয়েছে। শুক্রবার TRAI এর প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে।

এই মুহুর্তে 38.76 কোটি গ্রাহক সহ দেশের এক নম্বর নেটওয়ার্ক Vodafone Idea। এছাড়াও তিন নম্বরে রয়েছে Airtel। এই দুই নেটওয়ার্ক মে মাসে বিপুল পরিমান গ্রাহক হারিয়েছে। তবে Jio ছাড়াও মে মাসে নিজেদের নেটওয়ার্কে নতুন গ্রাহক যোগ করেছে BSNL।

TRAI এর প্রকাশিত তথ্য অনুযায়ী মে মাসে ভারতের মোট টেলিকম গ্রাহকের সংখ্যা 116.23 কোটি থেকে কমে 116.18 কোটি হয়েছে। এর মধ্যে 89.72 শতাংশ গ্রাহক বেসরকারী কোম্পানির নেটওয়ার্ক ব্যবহার করেন। বাকি 10.28 শতাংশ গ্রাহক BSNL আর MTNL নেটওয়ার্ক ব্যবহার করেন।

TRAI জানিয়েছে ভারতের টেলিকম বাজারে Vodafone Idea মোট 33.36 শতাংশ দখল করে রয়েছে। Jio ও Airtel যথাক্রমে 27.80 শতাংশ ও 27.58 শতাংশ দখল করে রয়েছে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Poco Pad M1: 12,000mah ব্যাটারি সহ লঞ্চ হচ্ছে পোকোর নতুন ট্যাব, দাম ফাঁস হল
  2. Vivo X300 সিরিজ ভারতে এই তারিখে লঞ্চ হচ্ছে, ফোনেই এবার DSLR-এর মতো ছবি!
  3. বিশ্বের প্রথম 20 জিবি র‍্যামের ফোন আনছে Huawei, স্পিডে ধারে কাছে কেউ আসবে না
  4. Oppo Find X9 সিরিজের ভারতীয় দাম ফাঁস, 200MP ক্যামেরার ফোন কত টাকায়? জেনে নিন
  5. ChatGPT Group Chats: হোয়াটসঅ্যাপের সুবিধা এবার চ্যাটজিপিটিতে, চালু হল গ্রুপ চ্যাটস ফিচার
  6. Itel খুব সস্তায় 128 জিবি স্টোরেজের ফোন আনল, AI দিয়েই ভিডিও কল করা যাবে
  7. OnePlus 15R স্মার্টফোনের লঞ্চ কনফার্মড! OnePlus 15-এর থেকেও বড় 7,800mAh ব্যাটারি থাকতে পারে
  8. OnePlus 15 ভারতে লঞ্চ হল, 7,300mAh ব্যাটারি, তুখোড় প্রসেসর, ও 165Hz রিফ্রেশ রেটে গেমিং-এর আসল মজা
  9. Samsung-এর প্রথম ট্রিপল ডিসপ্লের ফোন ডিসেম্বরে 5 লঞ্চ হতে পারে, থাকবে 200MP ক্যামেরা, দাম জেনে নিন
  10. GPT-5.1: চ্যাটজিপিটির মানবিক ভার্সন লঞ্চ হল, মানুষের মতোই মিষ্টি কথার জাদুতে মুগ্ধ করবে
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »