PhonePe অ্যাপ এর সাথে নতুনভাবে হাত মেলাতে চলেছে Jio। ফ্লিপকার্টের এই পেমেন্ট অ্যাপ এ এবার থেজে জিও রিচার্জে ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। 399 টাকার Jio রিচার্জে ক্যাশব্যাক পাওয়া যাবে বলে জানা গিয়েছে। জুন মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ‘হলিডে হাঙ্গামা’ এই ক্যাশব্যাক পাওয়া যাবে। শুধুমাত্র MyJio অ্যাপ থেকে রিচার্চ করলেই গ্রাহকরা এই ক্যাশব্যাক পাবেন। প্রসঙ্গত জিওর 399 টাকার রিচার্জে ড়জ 1.5GB ডাটা পাওয়া যায়। এর সাথেই মেলে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও রোজ 100 টি লোকাল ও ন্যাশানাল SMS। এই প্ল্যানে রিচার্জ করালে জিওর সব অ্যাপ এর অ্যাক্সেস পাওয়া যায়। প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে এবার নতুন এই অফার নিয়ে এলো মুকেশ আম্বানির জিও।
নতুন এই ‘হলিডে হাঙ্গামা’ অফারে 399 টাকার রিচার্জ করলে প্রত্যেক গ্রাহক 50 টাকা ক্যাশব্যাক পাবেন। এই ক্যাশব্যাক পাওয়ার জন্য গ্রাহকদের পেমেন্ট অপশানে PhonePe সিলেক্ট করতে হবে। এর সাথেই গ্রাহকরা জিও থেকে আগে পাওয়া 50 টাকার ভাউচার যোগ করে দিতে পারবেন। ফলে 299 টাকাতেই 399 টাকা রিচার্জ করে ফেলা সম্ভব হবে।
জিওর 399 টাকার রিচার্জে গ্রাহকরা 126GB ডাটা পান। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5 GB ডাটা পান। তবে 1.5GB ডাটা শেষ হয়ে গেলে স্পিড কমে 64kbps হয়ে যাবে। 399 টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহরা পাবেন আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও রোজ 100 টি লোকাল ও ন্যাশানাল SMS। আর 84 দিন যে কোন জিও অ্যাপ ব্যাবহার করতে পারবেন এই প্ল্যানের গ্রাহকরা।
সম্প্রতি আরও একটি ক্যাশব্যাক অফার লঞ্চ করেছে জিও। জিও গ্রাহকরা Samsung Galaxy J2 (2018) ও Galaxy J7 Pro স্মার্টফোন দুটি কিনলে 2750 টাকা ক্যাশব্যাক পাবেন। 199 টাকার পোস্টপেড প্ল্যানেও কাজ করবে এই অফার। প্রসঙ্গত 199 টাকার পোস্টপেড প্ল্যানে জিও গ্রাহকরা মাসে 25GB ডাটা পান। এর সাথেই পাওয়া যায় আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও রোজ 100 টি লোকাল ও ন্যাশানাল SMS। আর জিও অ্যাপ এর অ্যাক্সেস।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন