এই সবকটি প্ল্যানই শুধুমাত্র কোম্পানির নতুন গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। নতুন গ্রাহক আকৃষ্ট করতেই এই প্ল্যানগুলি লঞ্চ করা হয়েছে।
নতুন প্রিপেড গ্রাহকদের জন্য পাঁচটি নতুন প্ল্যান লঞ্চ করল Airtel। 178 টাকা থেকে 559 টাকার মধ্যে প্রথম বার রিচার্জ (FRC) করলে নতুন Airtel গ্রাহকরা 126 GB পর্যন্ত ডাটা পাবেন। এই কম্বো প্ল্যানে গ্রাহকরা ডাটা, আনলিমিটেড অয়েস কল ও SMS ব্যবহার করতে পারবেন। নতুন এই রিচার্জগুলি হল 178 টাকা, 229 টাকা, 344 টাকা, 495 টাকা আর 559 টাকা। নতুন সিম কার্ড নেওয়ার পরে শুধুমাত্র কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট অথবা MyAirtel অ্যাপ থেকে এই রিচার্জ করা যাবে।
আরও পড়ুন: 419 টাকার নতুন প্ল্যান লঞ্চ করল Airtel
আরও পড়ুন: 97 টাকায় নতুন কম্বো প্যাক নিয়ে হাজির Airtel
176 টাকার প্ল্য্যানে গ্রাহকরা প্রতিদিন 1GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই থাকবে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও প্রতিদিন 100 টি SMS। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
229 টাকার প্ল্য্যানে গ্রাহকরা প্রতিদিন 1.4GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই থাকবে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও প্রতিদিন 100 টি SMS। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
344 টাকার প্ল্য্যানে গ্রাহকরা প্রতিদিন 2GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই থাকবে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও প্রতিদিন 100 টি SMS। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
495 টাকার প্ল্য্যানে গ্রাহকরা প্রতিদিন 1.4GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই থাকবে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও প্রতিদিন 100 টি SMS। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন।
559 টাকার প্ল্য্যানে গ্রাহকরা প্রতিদিন 1.4GB ডাটা ব্যবহার করতে পারবেন। এর সাথেই থাকবে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল ও প্রতিদিন 100 টি SMS। এই প্ল্যানের ভ্যালিডিটি 90 দিন।
এই সবকটি প্ল্যানই শুধুমাত্র কোম্পানির নতুন গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। নতুন গ্রাহক আকৃষ্ট করতেই এই প্ল্যানগুলি লঞ্চ করা হয়েছে। শুধুমাত্র কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ও অফিশিয়াল অ্যাপ থেকে প্রথম রিচার্জ করলে তবেই এই সুবিধা পাওয়া যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket
Aaromaley Now Streaming on JioHotstar: Everything You Need to Know About This Tamil Romantic-Comedy