পুরনো বনাম নতুন! Jio Phone এর কোন প্ল্যানে কী সুবিধা? দেখে নিন

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 28 অক্টোবর 2019 10:11 IST
হাইলাইট
  • 75 টাকা থেকে 185 টাকা দামের চারটি প্ল্যান লঞ্চ করেছে Jio
  • শুধুমাত্র Jio Phone হ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন
  • চারটি প্ল্যানেই 500 মিনিট অন্য নেটওয়ার্কে কল করা যাবে

সম্প্রতি Jio Phone গ্রাহকদের জন্য চারটি 'অল-ইন-ওয়ান' প্ল্যান লঞ্চ হয়েছে

গত সপ্তাহে Jio Phone গ্রাহকদের জন্য একাধিক নতুন ‘অল-ইন-ওয়ান' প্ল্যান লঞ্চ হয়েছিল। এই প্ল্যানগুলির সাথে আনলিমিটেড জিও নেটওয়ার্কে কল। 500 মিনিট অন্য নেটওয়ার্কে কল আর দিনে নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহার করার সুবিধা পাওয়া যাবে। কোম্পানির দাবি প্রতিযোগীদের থেকে 25 গুণ সস্তা নতুন প্ল্যানগুলি। 75 টাকা, 125 টাকা, 155 টাকা আর 185 টাকায় Jio Phone এর নতুন ‘অল-ইন-ওয়ান' প্ল্যান সামনে এসেছে। পুরনো প্ল্যানের থেকে কতটা আলাদা নতুন প্ল্যানগুলি? দেখে নিন।

Jio Phone 75 টাকা প্ল্যান বনাম Jio Phone 49 টাকা প্ল্যান

সম্প্রতি ‘অল-ইন-ওয়ান' প্ল্যানের অধীনে লঞ্চ হয়েছে Jio Phone 75 টাকা প্ল্যান। এই প্ল্যানে Jio Phone গ্রাহকরা দিনে 0.1 GB ডেটা ব্যবহার করতে পারবেন। অন্য মোবাইল নেটওয়ার্কে 500 মিনিট আউটগোইং কল করা যাবে। 75 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। থাকছে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা আর 50 টা এসএমএস।

অন্যদিকে 49 টাকা প্ল্যানে 1GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। সাথে থাকছে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা। আর 50 টা এসএমএস। তবে অন্য নেটওয়ার্কে কল করতে 10 টাকা থেকে 100 টাকার মধ্যে টপ আপ রিচার্জ করতে হবে। MyJio অ্যাপ থেকে 49 টাকা রিচার্জ করলে নিজে থেকেই টপ আপ প্ল্যান যোগ করে দেবে কোম্পানি।

কোন রিচার্জে কী সুবিধা? স্মার্টফোনে Jio -র পুরনো ও নতুন প্ল্যানগুলি দেখে নিন

Jio Phone প্ল্যান প্ল্যানের সুবিধা ভ্যালিডিটি (দিন)
75 টাকা অন্য মোবাইল নেটওয়ার্কে 500 মিনিট, দিনে 0.1GB ডেটা, জিও নেটওয়ার্ক ও ল্যান্ডলাইন নম্বরে আনলিমিটেড কল, 50 টা এসএমএস 28
49 টাকা 1GB ডেটা, জিও নেটওয়ার্ক ও ল্যান্ডলাইন নম্বরে আনলিমিটেড কল, 50 টা এসএমএস 28

Jio Phone 125 টাকা প্ল্যান বনাম Jio Phone 99 টাকা প্ল্যান

সম্প্রতি ‘অল-ইন-ওয়ান' প্ল্যানের অধীনে লঞ্চ হয়েছে Jio Phone 125 টাকা প্ল্যান। এই প্ল্যানে Jio Phone গ্রাহকরা দিনে 0.5 GB ডেটা ব্যবহার করতে পারবেন। অন্য মোবাইল নেটওয়ার্কে 500 মিনিট আউটগোইং কল করা যাবে। 125 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। থাকছে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা আর 300 টা এসএমএস।

অন্যদিকে 99 টাকা প্ল্যানে দিনে 0.5 GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। সাথে থাকছে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা। আর 300 টা এসএমএস। তবে অন্য নেটওয়ার্কে কল করতে 10 টাকা থেকে 100 টাকার মধ্যে টপ আপ রিচার্জ করতে হবে।

10,000 টাকা বাজেটে কেমন পারফর্ম করল Redmi Note 8? পড়ুন রিভিউ

Jio Phone প্ল্যান প্ল্যানের সুবিধা ভ্যালিডিটি (দিন)
125 টাকা অন্য মোবাইল নেটওয়ার্কে 500 মিনিট, দিনে 0.5GB ডেটা, জিও নেটওয়ার্ক ও ল্যান্ডলাইন নম্বরে আনলিমিটেড কল, 300 টা এসএমএস 28
99 টাকা 1GB ডেটা, জিও নেটওয়ার্ক ও ল্যান্ডলাইন নম্বরে আনলিমিটেড কল, 300 টা এসএমএস 28

Advertisement

Jio Phone 155 টাকা প্ল্যান বনাম Jio Phone 153 টাকা প্ল্যান

সম্প্রতি ‘অল-ইন-ওয়ান' প্ল্যানের অধীনে লঞ্চ হয়েছে Jio Phone 155 টাকা প্ল্যান। এই প্ল্যানে Jio Phone গ্রাহকরা দিনে 1 GB ডেটা ব্যবহার করতে পারবেন। অন্য মোবাইল নেটওয়ার্কে 500 মিনিট আউটগোইং কল করা যাবে। 155 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। থাকছে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা আর দিনে 100 টা এসএমএস।

অন্যদিকে 153 টাকা প্ল্যানে 1.5 GB ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। সাথে থাকছে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা। আর দিনে 100 টা এসএমএস। তবে অন্য নেটওয়ার্কে কল করতে 10 টাকা থেকে 100 টাকার মধ্যে টপ আপ রিচার্জ করতে হবে।

মাত্র 30 টাকায় নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone

Advertisement
Jio Phone প্ল্যান প্ল্যানের সুবিধা ভ্যালিডিটি (দিন)
155 টাকা অন্য মোবাইল নেটওয়ার্কে 500 মিনিট, দিনে 1GB ডেটা, জিও নেটওয়ার্ক ও ল্যান্ডলাইন নম্বরে আনলিমিটেড কল, দিনে 100 টা এসএমএস 28
153 টাকা  1.5GB ডেটা, জিও নেটওয়ার্ক ও ল্যান্ডলাইন নম্বরে আনলিমিটেড কল, দিনে 100 টা এসএমএস 28

এছাড়াও Jio Phone গ্রাহকদের জন্য সামনে এসেছে 185 টাকা ‘অল-ইন-ওয়ান' প্ল্যান। এই প্ল্যানে Jio Phone গ্রাহকরা দিনে 2 GB ডেটা ব্যবহার করতে পারবেন। অন্য মোবাইল নেটওয়ার্কে 500 মিনিট আউটগোইং কল করা যাবে। 155 টাকা প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। থাকছে Jio নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা আর দিনে 100 টা এসএমএস।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8,300mAh ব্যাটারির সঙ্গে OnePlus Ace 6T ডিসেম্বর 3 লঞ্চ হচ্ছে, থাকছে 165Hz ডিসপ্লে
  2. Realme C85 5G কাল ভারতে আসছে, এত সস্তায় 144Hz ডিসপ্লে, 7,000mAh ব্যাটারির ফোন বিশ্বাস হবে না
  3. Oppo A6x স্মার্টফোনের দাম ফাঁস, সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে ভারতে লঞ্চ হবে
  4. বাজেট ফোন Redmi 15C 5G ডিসেম্বরে ভারতে আসছে, লঞ্চ ডেট ঘোষণা হল, দাম কত হবে জেনে নিন
  5. Xiaomi 17 Ultra দুর্ধর্ষ ক্যামেরার সঙ্গে বাজারে আসছে, DSLR যুগ কি শেষ?
  6. Nothing Phone 3a Lite স্টাইলিশ লুকস ও স্মার্ট ফিচার্স নিয়ে কম দামে ভারতে লঞ্চ হল
  7. এত কম দামে ফোল্ডেবল ফোন! 60,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung Galaxy Z Fold 6
  8. Redmi 15C এর দাম ভারতে আসার আগেই ফাঁস, কম দামে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা থাকবে
  9. Realme P4x ডিসেম্বর 4 লঞ্চ হচ্ছে, থাকবে 144Hz ডিসপ্লে ও 7,000mAh ব্যাটারি, 120 FPS-এ গেম খেলা যাবে
  10. Poco F8 Pro ও Poco F8 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, প্রসেসর, ক্যামেরা, এবং ফিচার্সে চমক
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.