ইন্টারন্যাশানাল রোমিং এ VoLTE পরিষেবা চালু করল Jio। জাপানীরা ভারতে এলে ইন্টারন্যাশানাল রোমিং এ Jio নেটওয়ার্কের VoLTE পরিষেবা ব্যবহার করতে পারবেন।
কোম্পানি জানিয়েছে এই প্রথম কোন ভারতীর টেলিকম অপারেটার ইন্টারন্যাশানল রোমিং এ VoLTE পরিষেবা শুরু করল।
“জাপানের KDDI কর্পোরেশান প্রথম কোম্পানি যাঁরা Jio-র সাথে হাত মিলিয়ে VoLTE পরিষেবা শুরু করল। সেই দেশের KDDI গ্রাহকরা ভারতে এলে ইন্টারন্যাশানাল রোমিং এ VoLTE পরিষেবা ব্যবহার করতে পারবেন।” এক বিবৃতিতে জানিয়েছে Jio।
বিবৃতিতে আরও জানানো হয়েছে এই পরিষেবার ফলে আন্তর্জাতিক ভ্রমণে লাভবার হবেন KDDI গ্রাহকরা।
“যে সব KDDI গ্রাহক ভারতে আসছেন তাদের সেরা ডাটা ও ভয়েস পরিষেবা দিতে প্রতীজ্ঞাবদ্ধ Jio। আমরা জাপানের KDDI গ্রাহকদের ভারতে স্বাগত জানাই।”
25.2 কোটি গ্রাহক সহ বিশ্বের নবম সবথেকে বড় টেলিকম কোম্পানি Jio।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন