মোবাইল নম্বর পোর্টেবিলিটির নিয়মে বড় পরিবর্তন নিয়ে এল টেলিকম রেগুলেটারি অথোটি অফ ইন্ডিয়া (TRAI)। নতুন নিয়মে আরও জলদি মোবাইল নম্বর পোর্ট করতে পারবেন গ্রাহকরা।
একই সার্কেলের মধ্যে নম্বর পোর্ট করলে দুই দিনের মধ্যেই শেষ হবে পদ্ধতি। তবে নম্বর পোর্টের সময় সার্কেল বদল করলে চার দিনের মধ্যে শেষ করতে হবে পোর্টিং।
এছাড়াও TRAI জানিয়েছে পোর্ট করার সময় টেলিকম অপারেটার গ্রাহককে কোন ভুল তথ্য দিলে অথবা গ্রাহকের পোর্টের অনুরোধ প্রত্যাক্ষ্যান করলে সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা দিতে হবে।
আগে পোর্ট কোড 15 দিন ভ্যালিড থাকলেও নতুন নিয়মে মাত্র চার দিন ভ্যালিড থাকবে পোর্ট কোড। তবে জম্মু কাশ্মীর, আসাম ও উত্তর পূর্বের রাজ্যগুলিতে আগের পোর্ট নিয়ম বহাল থাকছে।
আগে একসাথে সর্বোচ্চ 50 টি কর্পোরেট নম্বর পোর্ট করা গেলেও নতুন নিয়মে একটি চিঠিতে সর্বোচ্চ 100 টি নম্বর পোর্ট করা যাবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন