আবার বিশাল ক্ষতির সম্মুখীন হল Vodafone Idea। সম্প্রতি কোম্পানি প্রকাশিত ত্রৈমাসিক রিপোর্টে এই ক্ষতির কথা জানানো হয়েছে। গত বছর অগাস্ট মাসে এক হয়ে গিয়েছিল Vodafone ও Idea। পরপর দুটি ত্রৈমাসিকেই ক্ষতির সম্মুখীন হল ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক।
আরও পড়ুন: নতুন আনলিমিটেড প্ল্যানে এক বছর দিনে 1.5GB ডেটা দিচ্ছে Vodafone
31 ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে কোম্পানির ক্ষতির পরিমাণ 5,000 কোটি টাকা। সম্প্রতি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে Vodafone Idea। প্রসঙ্গত বিশেষজ্ঞরা জানিয়েছিলেন 2018 সালের শেষ ত্রৈমাসিকে 5,250 কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে পারে কোম্পানিটি। সেই তুলনায় কম ক্ষতির সম্মুখীন হয়েছে Vodafone Idea।
আরও পড়ুন: তিনটি টকটাইম রিচার্জ ফিরিয়ে আনলো Vodafone, সাথে আর কি সুবিধা পাওয়া যাচ্ছে? দেখে নিন
ঋণ বৃদ্ধির সাথেই 2018 সালের শেষ ত্রৈমাসিকে গ্রাহক প্রতি আয় কমেছে কোম্পানির। প্রসঙ্গত একই সময়ে 65 শতাংশ বেশি লাভ করেছে মুকেশ আম্বানির Jio।
2018 সালের শেষ ত্রৈমাসিকে মোট 11,700 কোটি টাকা ব্যবসা করেছে Vodafone Idea। গ্রাহক প্রতি কোম্পানি 89 টাকা আয় করেছে।
আরও পড়ুন: ভ্যালিডিটি রিচার্জ সস্তা করল Vodafone Idea
বিবৃতিতে মুম্বাইয়ের কোম্পানিটি জানিয়েছে 2018 সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাসে কোম্পানির মোট 18,200 কোটি টাকা খরচ হয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন