200 টাকার কম দামের রিচার্জ প্ল্যানে 30 জিবি ডেটা ও 28 দিনের ভ্যালিডিটি দিচ্ছে Vodafone Idea

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 জুলাই 2025 20:11 IST
হাইলাইট
  • Vodafone Idea নির্বাচিত গ্রাহকদের জন্য অতিরিক্ত সুবিধা দিচ্ছে
  • টেলিকম কোম্পানিটি দৈনিক 1 জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে
  • Vi অফিসিয়ালি এই অফার সম্পর্কে ঘোষণা করেনি

ভোডাফোন আইডিয়ার 199 টাকার প্রিপেইড প্ল্যানের মেয়াদ 28 দিন

Photo Credit: Reuters

একটা পয়সা খরচ না করেই যদি প্রতিদিন 1 জিবি ডেটা অতিরিক্ত পাওয়া যায়, তাহলে কেমন লাগবে? খুব মজার তাই না? আবার ধরুন আপনার রিচার্জ প্ল্যানের মেয়াদ শেষ হওয়ার মুহূর্তে আচমকা কয়েকদিনের জন্য বেড়ে গেল, কিন্তু এর জন্যও একটা টাকাও আপনার পকেট থেকে দিতে হয়নি। মোবাইল ফোন রিচার্জের বাড়ন্ত খরচের সময়ে এসব সুবিধা আকাশ কুসুম বলে মনে হলেও, বাস্তবে Vodafone Idea বা Vi এমনই অফার দিচ্ছে। টেলিকম সংস্থাটি চুপিচুপি তাদের 199 টাকা এবং 179 টাকার প্রিপেইড রিচার্জ প্ল্যানে কিছু নির্বাচিত গ্রাহকদের জন্য বিশেষ অফার দিচ্ছে।

Vi এর 199 ও 179 টাকায় রিচার্জ প্ল্যানে বিশেষ সুবিধা

ভোডাফোন আইডিয়ার 199 ও 179 টাকার প্রিপেইড প্ল্যান কম আয়ের মানুষদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আবার যাঁরা একটি সিম ব্যাকআপ হিসেবে রাখতে চান, তাঁরাও এই প্ল্যানে রিচার্জ করে কিছুটা খরচ বাঁচিয়ে সাশ্রয় করতে পারছেন। টেলিকমটকের একটি প্রতিবেদন অনুসারে, Vi দু'টো প্ল্যানেই বিশেষ অফার হিসেবে অতিরিক্ত সুবিধা দিচ্ছে। তবে এই অফার কেবলমাত্র কয়েকজন নির্বাচিত গ্রাহকের জন্য উপলব্ধ এবং অ্যাপে দেখা যাচ্ছে বলে জানা গিয়েছে। এটি সার্কেল-ভিত্তিকও হতে পারে।

Vi-এর 199 টাকার প্রিপেইড প্ল্যান মোট 2 জিবি ডেটা এবং 28 দিনের ভ্যালিডিটি প্রদান করে। এতে অফুরন্তু ভয়েস কল করার ও 300 এসএমএস পাঠানোর সুবিধা পাওয়া যায়। আর এখন, ভোডাফোন আইডিয়া তাদের স্পেশাল অফারের আওতায় প্রতিদিন 1 জিবি ডেটা অতিরিক্ত ব্যবহার করার সুযোগ দিচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে 30 জিবি ডেটা পাবে গ্রাহকরা।

অন্যদিকে, 179 টাকার রিচার্জ প্ল্যানে সাধারণত 24 দিনের মেয়াদ পাওয়া যায়। বিশেষ অফারে সেটাই বেড়ে 28 দিন হয়েছে। অর্থাৎ 4 সপ্তাহ ধরে 300 ফ্রি এসএমএস ও আনলিমিটেড ভয়েস উপভোগ করা যাবে। উল্লেখ্য, Airtel-এর 189 টাকার রিচার্জ প্যাকের পাল্টা দিতেই Vi বিশেষ অফার এনেছে বলে অনুমান করা হচ্ছে। এটি ভারতীয় দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থাটির সবচেয়ে সস্তা আনলিমিটেড ভয়েস কল প্ল্যান, যার মেয়াদ 21 দিন। প্রিপেইড প্ল্যানটি আনলিমিটেড কল করতে দেয়। সঙ্গে 1 জিবি ইন্টারনেট ডেটা পাওয়া যায়।

এদিকে,Vi জানিয়েছে, তাদের 5G নেটওয়ার্ক 23টি নতুন শহরে চালু হচ্ছে। এই পরিষেবা কলকাতা, শিলিগুড়ি, আহমেদাবাদ, ঔরঙ্গাবাদ, আগ্রা, কোঝিকোড়, দেরাদুন, কোচিন, ইন্দোর, জয়পুর, লখনউ, মাদুরাই, মালাপ্পুরম, মিরাট, নাগপুর, নাসিক, রাজকোট, সুরাট, পুনে, সোনিপত, ত্রিবান্দ্রম, বরোদা, ও ভাইজ্যাগে উপলব্ধ হবে। 299 টাকা থেকে শুরু করে 28 দিনের মেয়াদের প্রিপেইড প্ল্যানগুলিতে আনলিমিটেড 5G ডেটা দিচ্ছে ভি। আর পোস্টপেইড 5G প্ল্যানগুলির দাম 451 টাকা থেকে শুরু হয়ে 1,201 টাকা পর্যন্ত গিয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ঝড় তুলে হাজির Lava Blaze AMOLED 2, সস্তায় সবচেয়ে সুন্দর স্লিম স্মার্টফোন এটাই
  2. গরম থেকে মুক্তি! ভারতের প্রথম কুলিং ফ্যান যুক্ত ফোন Oppo K13 Turbo সিরিজ লঞ্চ হল
  3. 6,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হচ্ছে দেশের সবথেকে হালকা ও পাতলা স্মার্টফোন Tecno Spark Go 5G
  4. লঞ্চের 2 দিন আগেই ফাঁস 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির Vivo V60 ফোনের দাম
  5. Xiaomi ও Redmi বাজার কাঁপাতে আনছে 9,000mAh ব্যাটারির অবিশ্বাস্য স্মার্টফোন
  6. Samsung রেকর্ড ভেঙে আনছে সবচেয়ে পাতলা স্মার্টফোন Galaxy S26 Edge
  7. Infinix সস্তায় 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার ফোন আনছে, ডিজাইনে বড় চমক
  8. পড়াশোনা থেকে আঁকাআঁকি, পড়ুয়াদের শেখাতে বাজারে এল Lenovo Idea Tab
  9. Samsung ইউজারদের জন্য সুখবর, এই তারিখে পাবেন Android 16 ও One UI 8 আপডেট
  10. Infinix GT 30 5G+ ভারতে 64 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে লঞ্চ হল, সঙ্গে 2,999 টাকার উপহার বিনামূল্যে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.