Airtel ও Jio’র পরে 251 টাকা ডেটা প্যাক নিয়ে এল Vodafone Idea। সম্প্রতি দেশের সব সার্কেলের গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে সংস্থাটি। এই প্যাকে বেস প্ল্যানের উপরে 50GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে।
Airtel ও Jio'র পরে 251 টাকা ডেটা প্যাক নিয়ে এল Vodafone Idea। সম্প্রতি দেশের সব সার্কেলের গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে সংস্থাটি। এই প্যাকে বেস প্ল্যানের উপরে 50GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। নতুন ডেটা প্যাকের ভ্যালিডিটি 30 দিন।
এছাড়াও সম্প্রতি 98 টাকা প্যাকে দ্বিগুণ ডেটা দিতে শুরু করেছে Vodafone Idea। এবার থেকে 98 টাকা রিচার্জে 12GB ডেটা ব্যবহার করতে পারবেন Vodafone Idea প্রিপেড গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। যদিও 98 টাকা প্ল্যানে কোন ভয়েস কল অথবা এসএমএস-এর সুবিধা পাওয়া যাচ্ছে না।
কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ও অ্যাপ থেকে 98 টাকা রিচার্জ করলে দ্বিগুণ ডেটা পাওয়া যাচ্ছে। এছাড়াও বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ থকে রিচার্জ করলেও একই সুবিধা মিলছে।
আপাতত নির্বাচিত সার্কেলের Vodafone Idea গ্রাগকরা এই সুবিধা পাবেন। অন্ধ্রপ্রদেশ, দিল্লি, কর্ণাটক, কেরালা, মুম্বই এবং উত্তর প্রদেশ (ইউপি) পূর্ব সার্কেলের গ্রাহকরা আপাতত 98 টাকা রিচার্জে দ্বিগুণ ডেটার সুবিধা পাবেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ray-Ban Meta Glasses Gen 1 to Be Available via Amazon, Flipkart and More From November 21