Vodafone জানিয়েছে 399 টাকা, 458 টাকা আর 509 টাকা রিচার্জে 100 শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। 399 টাকায় আটটি, 458 টাকায় নয়টি আর 509 টাকায় দশটি 50 টাকার কুপন পাবেন গ্রাহক।
399 টাকা, 458 টাকা আর 509 টাকা রিচার্জে 100 শতাংশ ক্যাশব্যাক দেবে Vodafone
Jio ও Airtel এর পরে এবার প্রিপেডে রিচার্জে 100 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে Vodafone। 50 টাকা কুপনে এই ক্যাশব্যাক পাওয়া যাবে। পরে প্রিপেড রিচার্জে এই কুপন রিডিম করা যাবে। 399 টাকা, 458 টাকা আর 509 টাকা রিচার্জে 100 শতাংশ ক্যাশব্যাক দিচ্ছে Vodafone। এই তিনটি প্যাকের যে কোন একটি রিচার্জ করলে অ্যাকাউন্টে 50 টাকা কুপন যোগ হবে। পরে MyVodafone থেকে রিচার্জ করে এই কুপন রিডিম করতে পারবেন গ্রাহক।
Vodafone জানিয়েছে 399 টাকা, 458 টাকা আর 509 টাকা রিচার্জে 100 শতাংশ ক্যাশব্যাক দেওয়া হবে। 399 টাকায় আটটি, 458 টাকায় নয়টি আর 509 টাকায় দশটি 50 টাকার কুপন পাবেন গ্রাহক।
বিহার ও ঝাড়খন্ড, জম্মু ও কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা আর মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় সার্কেলে 399 টাকার পরিবর্তে 409 টাকা, 458 টাকার পরিবর্তে 459 টাকা আর 509 টাকার পরিবর্তে 529 টাকা রিচার্জে এই প্ল্যান কাজ করবে। প্রসঙ্গত 399 টাকা, 458 টাকা আর 509 টাকা রিচার্জে দিনে 1.4GB ডাটা পাওয়া যায়। এর সাথেই পাওয়া যাবে দিনে 250 মিনিট আর সপ্তাহে 1000 মিনিট কল, দিনে 100 টি SMS আর যথাক্রমে 70 দিন, 80 দিন আর 90 দিন ভ্যালিডিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Truecaller Voicemail Feature Launched for Android Users in India With Transcription in 12 Regional Languages