ভুয়ো খবর প্রচার রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে WhatsApp
ভারতে রোজ 20 কোটির বেশি গ্রাহক WhatsApp ব্যবহার করেন। গোটা বিশ্বে WhatsApp এর মোট গ্রাহক সংখ্যা 150 কোটির বেশি। বুধবার ভারতে WhatsApp প্রধান অভিজিত বসু জানিয়েছেন ভুয়ো খবর প্রচার রুখতে সক্রিয় থাকবে কোম্পানি।