অগাস্টেই আসছে Need for Speed গেমের নতুন ভার্সান
ফেব্রুয়ারি মাসে EA জানিয়েছিল 2019 সালে Need for Speed গেমের নতুন ভার্সান লঞ্চ হবে। এবার কোম্পানির প্রধান অ্যান্ড্রু উইলসন জানুয়েছেন Gamescom এ Need for Speed এর নতুন ভার্সান সামনে আসবে। 20 অগাস্ট থেকে জার্মানিতে এই ইভেন্ট শুরু হবে।