শিঘ্রই একাধিক Nokia ফোনে ফেস আনলক ফিচার যোগ হবে
গ্রাহকদের লেটেস্ট অ্যানড্রয়েড ব্যবহারের জন্য জনপ্রিয় হয়েছে Nokia। গত মাসেই কোম্পানি জানিয়েছিল Android P এর ডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে গিয়েছে। সব Nokia ফোনে এই লেটেস্ট অপারেটিং সিস্টেম নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে কোম্পানি।