আগামী 17ই অক্টোবর থেকে ভারতে Google Pixel 9 Pro-ফোনটির প্রি-অর্ডার শুরু হবে
বিশ্বের পর এবার ভারতের বাজারে Google Pixel 9 Pro-হ্যান্ডসেটটি কেনার জন্য উপলব্ধ হতে চলেছে। হ্যান্ডসেটটি চলতি সপ্তাহের শেষের দিকে প্রি-অর্ডার করা যাবে। Google Pixel 9 Pro-হ্যান্ডসেটটি Tensor G4 SoC সহ একটি Titan M2 নিরাপত্তা চিপসেট এবং Android 14 দ্বারা চালিত। ফোনটি চারটি রঙের বিকল্পে কিনতে পাওয়া যাবে