Google Pixel 9 Pro Fold লঞ্চের সময় দাম 1,72,999 টাকা ছিল। এখন ফোনটি ফ্লিপকার্টে 99,999 টাকায় বিক্রি হচ্ছে।
Google Pixel 9 Pro Fold লঞ্চের সময় দাম 1,72,999 টাকা ছিল
দীপাবলি একেবারে দরজায় কড়া নাড়ছে। এই আলোর উৎসবকে কেন্দ্র করে প্রচুর ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছে বিভিন্ন ব্র্যান্ড। অনলাইনে শত শত সামগ্রীতে চলছে সেল। Flipkart Big Bang Diwali Sale তেমনই হরেক রকমের পণ্যে লোভনীয় ছাড় দিচ্ছে, যার মধ্যে আলাদা করে নজর কাড়ছে স্মার্টফোনের বিভিন্ন ডিল। এখন যদি বলি, ফ্লিপকার্টে একটি স্মার্টফোনে 80,000 টাকার বেশি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, তাহলে হেসে উড়িয়ে দেবেন অনেকেই। কিন্তু না, এমন অফার সত্যি। Google Pixel 9 Pro Fold লঞ্চ প্রাইসের থেকে এতটাই সস্তা হয়েছে। সরাসরি দাম তো কমেছেই, পাশাপাশি বাকি অফার ধরে আরও টাকা বাঁচানোর সুযোগ মিলছে।
Google Pixel 9 Pro Fold ভারতে 2024 সালের আগস্ট মাসে লঞ্চ হয়েছিল। তখন দাম ছিল 1,72,999 টাকা। আর এখন ফোল্ডেবল ফোনটি ফ্লিপকার্টে 99,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ কোম্পানি 73,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে। আবার পুরনো ফোন এক্সচেঞ্জ করলে দাম থেকে 58,200 টাকা পর্যন্ত বাদ যাবে।
SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পিক্সেল 9 প্রো ফোল্ডে 8,500 টাকা অতিরিক্ত ছাড় পাবে। অর্থাৎ ডিসকাউন্টের অঙ্ক পৌঁছে যাচ্ছে 81,500 টাকায়। SBI ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1,250 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও, Flipkart Axis এবং Flipkart SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করলে যথাক্রমে 4,000 টাকা এবং 7,750 টাকা ছাড় মিলবে। উল্লেখ্য, এই অফার ডিভাইসটির 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের অবসিডিয়ান ব্ল্যাক কালার ভেরিয়েন্টে উপলব্ধ।
এই ফোল্ডেবল ফোনের বাইরে 6.3 ইঞ্চি ওলেড কভার ডিসপ্লে রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রোটেকশন, 2,700 নিট পিক ব্রাইটনেস, ও 1,080 x 2,424 পিক্সেল রেজোলিউশন অফার করে। অন্য দিকে, ভিতরে 8 ইঞ্চি ফোল্ডেবল ওলেড প্যানেল রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, 2,700 নিট পিক ব্রাইটনেস, 2,076 x 2,152 পিক্সেল রেজোলিউশন, ও 373 পিপিআই পিক্সেল ডেনসিটি অফার করে। ফোনটিতে 21W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সহ 4,650mAh ব্যাটারি আছে।
Pixel 9 Pro Fold 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত Tensor G4 প্রসেসরে চলে। এর সঙ্গে Mali-G715 MC7 জিপিইউ আছে। হ্যান্ডসেটটি সাতটি মেজর Android OS আপগ্রেড পাবে বলে জানিয়েছে গুগল। ফটোগ্রাফির জন্য, রিয়ার প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS ও f/1.7 অ্যাপারচার সহ 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 5x অপটিক্যাল জুম সহ 10.8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ও 10.5 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা বর্তমান। মেইন এবং কভার স্ক্রিনে 10 মেগাপিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Microsoft CEO Satya Nadella Says AI Must Evolve From Models to Systems for Real-World Impact
Samsung Unveils AI-Powered Home Ecosystem With Bespoke Home Appliances at CES 2026