আধুনিক ডিজাইন সমৃদ্ধ Huawei Mate XT Ultimate Design-ফোনটি তিনটি ভাঁজযুক্ত ফোল্ডবল ফোন হিসেবে লঞ্চ করা হয়েছিল। ফোনটি নিশ্চিতভাবে এক অপূর্ব হ্যান্ডসেট রূপে আবির্ভূত হয়েছিল তবে বর্তমানে এটির টেকশই থাকার ক্ষেত্রে প্রশ্ন উঠেছে।একটি ডুরাবিলিটি পরীক্ষার মাধ্যমে জানা গিয়েছে যে, হ্যান্ডসেটটি স্ক্র্যাচ প্রবণ হতে পারে।বর্তমানে এটি একটি আলোচিত বিষয়