ভারতে লঞ্চ হল Infinix Hot 9 ও Infinix Hot 9 Pro। এই দুই ফোনের পিছনের ক্যামেরায় সামান্য পার্তঘক্য রয়েছে। Infinix Hot 9 Pro-তে রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
Infinix Hot 7 Pro এর সামনে ও পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ। এর সাথেই থাকছে 4,000 mAh ব্যাটারি আর মেটাল ইউনিবডি ডিজাইন। 17 জুন ভারতে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।
ভারতে Infinix Hot S3X এর দাম 9,999 টাকা। শুধুমাত্র 3GB RAM আর 32GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন। আগামী 1 নভেম্বর Flipkart থেকে “Big Diwali Sale” এর সময় পাওয়া যাবে Hot S3X।