ভারতে লঞ্চ হল Infinix Hot 9 ও Infinix Hot 9 Pro। এই দুই ফোনের পিছনের ক্যামেরায় সামান্য পার্তঘক্য রয়েছে। Infinix Hot 9 Pro-তে রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর।
Infinix Hot 9
ভারতে লঞ্চ হল Infinix Hot 9 ও Infinix Hot 9 Pro। এই দুই ফোনের পিছনের ক্যামেরায় সামান্য পার্তঘক্য রয়েছে। Infinix Hot 9 Pro-তে রয়েছে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। অন্যদিকে Infinix Hot 9-এ রয়েছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। দুটি ফোনেই হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। সঙ্গে রয়েছে Helio P22 অক্টা-কোর প্রসেসর।
Infinix Hot 9 Pro ও Infinix Hot 9-এর দাম
Infinix Hot 9 Pro'র দাম 9,499 টাকা। 4GB RAM + 64GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। অন্যদিকে Infinix Hot 9-এর দাম 8,499 টাকা। Flipkart থেকে এই দুই ফোন পাওয়া যাবে। 5 জুন Infinix Hot 9 Pro বিক্রি শুরু হবে। অন্যদিকে Infinix Hot 9 বিক্রি শুরু হবে 8 জুন।
Infinix Hot 9 Pro ও Infinix Hot 9 স্পেসিফিকেশন
Infinix Hot 9 ও Infinix Hot 9 Pro তে ডুয়াল সিম সাপোর্ট থাকছে। এই দুই ফোনে রয়েছে 6.6 ইঞ্চি হোল-পাঞ্চ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে অক্টা-কোর Helio P22 চিপসেট, 4GB RAM ও 64GB স্টোরেজ।
Infinix Hot 9 Pro-তে 48 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। অন্যদিকে Infinix Hot 9-এ রয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য এই দুই ফোনে রয়েছে Bluetooth v5, 3.5 মিমি অডিও জ্যাক, এফএম রেডিও, USB OTG, VoWiFi ও Micro USB পোর্ট। দুটি ফোনেই রয়েছে 5,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Kepler and TESS Discoveries Help Astronomers Confirm Over 6,000 Exoplanets Orbiting Other Stars
Rocket Lab Clears Final Tests for New 'Hungry Hippo' Fairing on Neutron Rocket