চলতি বছর চারটি নতুন iPhone লঞ্চ করবে Apple। এর মধ্যে দুটি iPhone-এ 6GB RAM থাকবে। একটি ফোনে 6.7 ইঞ্চি ডিসপ্লে থাকবে। অন্য ফোনে থাকবে 6.1 ইঞ্চি ডিসপ্লে। অন্য দুই iPhone-এ থাকবে 4GB RAM।
2 সেপ্টেম্বর ভারতীয় সময় রাত 10টা 30 মিনিটে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। এই ইভেন্টের প্রধান আকর্ষণ নতুন iPhone লঞ্চ। আগামী 12 সেপ্টেম্বর তিনটি নতুন iPhone লঞ্চ করবে Apple।