ভারতে শুরু হয়ে গিয়েছে 2025 সালের অ্যামাজন গ্রেট সামার সেল। সেলটি প্রাইম সদস্যদের জন্য 1মে রাত্রি 12 টায় অগ্রিম শুরু হয়েছিল এবং অন্যান্য সাধারণদের জন্য 12 ঘণ্টা পর শুরু হয়েছিল। সেলটি অসাধারণ সমস্ত অফার নিয়ে হাজির হয়েছে
চলতি বছর চারটি নতুন iPhone লঞ্চ করবে Apple। এর মধ্যে দুটি iPhone-এ 6GB RAM থাকবে। একটি ফোনে 6.7 ইঞ্চি ডিসপ্লে থাকবে। অন্য ফোনে থাকবে 6.1 ইঞ্চি ডিসপ্লে। অন্য দুই iPhone-এ থাকবে 4GB RAM।
2 সেপ্টেম্বর ভারতীয় সময় রাত 10টা 30 মিনিটে এই লঞ্চ ইভেন্ট শুরু হবে। এই ইভেন্টের প্রধান আকর্ষণ নতুন iPhone লঞ্চ। আগামী 12 সেপ্টেম্বর তিনটি নতুন iPhone লঞ্চ করবে Apple।