12 সেপ্টেম্বর বুধবার ফ্ল্যাশসেলে কেনা যাবে লেটেস্ট এই ফিচারফোন। 12 সেপ্টেম্বর দুপুর 12টায় Jio Phone 2 ফ্ল্যাশসেল হবে বলে কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে।
বৃহষ্পতিবারের ফ্ল্যাশসেলে ফসকে গিয়েছে Jio Phone 2? অনেক চেষ্টা করেও Jio Phone 2 কিনতে ব্যর্থ হয়েছে? হতাশ হবে না। আবার শিঘ্রই ফ্ল্যাশসেলে কেনা যাবে লেটেস্ট এই ফিচারফোন।