Wi-Fi ও Wi-Fi + LTE দুটি ভার্সানে Mi Pad 4 লঞ্চ হয়েছে। Xiaomi Mi Pad 4 এ রয়েছে একটি 8-ইঞ্চি 16:10 ডিসপ্লে। এছাড়াও এই ট্যাবলেটে রয়েছে Qualcomm Snapdragon 660 চিপসেট ও ফেস আনলক ফিচার।
কিছুদিন আগেই Redmi 6 Pro আর Mi Pad 4 লঞ্চের কথা জানিয়েছে Xiaomi। আগামী 25 জুন এক ইভেন্টে এই ডিভাইসদুটি লঞ্চ করবে Xiaomi। আর এবার Mi Pad 4 এর স্পেসিফিফেশানের ঝল দিল চিনের এই কোম্পানিটি।