25 জুন লঞ্চ হবে Xiaomi Mi Pad 4, কী স্পেসিফিকেশান থাকবে এই ট্যাবে?

কিছুদিন আগেই Redmi 6 Pro আর Mi Pad 4 লঞ্চের কথা জানিয়েছে Xiaomi। আগামী 25 জুন এক ইভেন্টে এই ডিভাইসদুটি লঞ্চ করবে Xiaomi। আর এবার Mi Pad 4 এর স্পেসিফিফেশানের ঝল দিল চিনের এই কোম্পানিটি।

25 জুন লঞ্চ হবে Xiaomi Mi Pad 4, কী স্পেসিফিকেশান থাকবে এই ট্যাবে?
হাইলাইট
  • Mi Pad 4 এ থাকবে Snapdragon 660 চিপসেট ও 6000 mAh ব্যাটারি
  • 25 জুন এক ইভেন্টে Mi Pad 4 লঞ্চ করবে Xiaomi
  • Mi Pad 4 এ থাকবে একটি 13MP OmniVision OV13855 সেন্সার
বিজ্ঞাপন

কিছুদিন আগেই Redmi 6 Pro আর Mi Pad 4 লঞ্চের কথা জানিয়েছে Xiaomi। আগামী 25 জুন এক ইভেন্টে এই ডিভাইসদুটি লঞ্চ করবে Xiaomi। আর এবার Mi Pad 4 এর স্পেসিফিফেশানের ঝল দিল চিনের এই কোম্পানিটি। এর আগে একাধিক রিপোর্টে Redmi 6 Pro আর Mi Pad 4 এর স্পেসিফিকেশান ফাঁস হয়ে গিয়েছিল। গত সপ্তাহের চিনে Redmi 6 আর Redmi 6A বাজেট স্মার্টফোন দুটি লঞ্চ করেছিল Xiaomi। আর এবার নতুন ইভেন্টে এই সিরিজের প্রো ভার্সানের ফোন আর Mi Pad 4 ট্যাবলেট লঞ্চ করবে শাওমি।

সোশাল মিডিয়ায় Xiaomi-র অফিশিয়াল পেজে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেখান থেকে জানা যাচ্ছে নতুন Mi Pad 4 এ থাকবে Snapdragon 660 চিপসেট ও 6000 mAh ব্যাটারি। Mi Pad 4 এ থাকবে একটি 13MP OmniVision OV13855 সেন্সার। এছাড়াও ফোনের সামনে থাকবে একটি 5-megapixel Samsung S5K5E8 সেন্সার। এছাড়াও জলদি এই ফোনে MIUI 10 আপডেট চলে আসবে। যদিও Mi Pad 4 এর দাম সম্পর্কে এখনো কোন খব পাওয়া যায়নি।

গত বছর এপ্রিল মাসে Mi Pad 3 লঞ্চ করেছিল Xiaomi। এই ট্যাবের দাম ছিল 1,499ইউয়ান (প্রায় 14,100 টাকা)। শ্যাম্পেন গোল্ড কালারে এই ট্যাবলেট লঞ্চ হয়েছিল। এই ট্যাবলেটের থেকে নতুন Mi Pad 4 এ একাধিক পরিবির্ত্ন আসবে বলেই  মনে করা হচ্ছে।  

প্রসঙ্গত গত সপ্তাহেই Redmi সিরিজে দুটি বাজেট স্মার্টফোন লঞ্চ করেছিল Xiaomi। শুধুমাত্র চিনেই Redmi 6 আর Redmi 6A ফোনদুটি লঞ্চ করা হয়েছে। আর আগামি 25 জুন এক আলাদা ইভেন্টে এই সিরিজের প্রো ভেরিয়েন্ট Redmi 6 Pro ফোনটি লঞ্চ করবে Xiaomi। আর এই একই ইভেন্টে লঞ্চ হবে কোম্পানির চতুর্থ জেনারেশানের ট্যাবলেট Mi Pad 4। আর স্বাভাবিকভাবেই এই লঞ্চ নিয়ে টেক দুনিয়ায় উত্তেজনা চরমে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. দিওয়ালি সেলে 15,500 টাকা ডিসকাউন্ট, Realme GT 7 Pro এত সস্তা আর হবে না!
  2. OnePlus Ace 6 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, বড় চমক হতে পারে 7,800mAh ব্যাটারি
  3. 23 অক্টোবর লঞ্চ হবে Redmi K90 Pro Max, জিন্সের মতো ডিজাইন ও Bose-এর সাউন্ডে মাতাবে বাজার
  4. OnePlus 15 ঝড় তুলতে লঞ্চ হচ্ছে 27 অক্টোবর, এই বছরের সেরা স্মার্টফোন?
  5. 1 টাকায় 30 দিন আনলিমিটেড কল ও ডেটা, দিওয়ালি অফার এনে হইচই ফেলল এই সংস্থা
  6. Oppo Find X9 ও Find X9 Pro বাজার কাঁপিয়ে 200MP ক্যামেরা ও 7500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. এক বছর আগের Samsung ফোনের দাম 16,000 টাকা কমল, পুরনো হলেও বিশাল ক্রেজ
  8. 200MP ক্যামেরা সহ ভারতে লঞ্চ হবে Redmi Note 15 সিরিজ, দাম প্রকাশ্যে
  9. 50MP সেলফি ক্যামেরার Oppo ফোনে রেকর্ড ডিসকাউন্ট, দাম একলাফে 14,000 টাকা কমল
  10. ফ্ল্যাগশিপ কিলার Redmi K90 ও K90 Pro Max লঞ্চ হচ্ছে অক্টোবরে, দাম নিয়ে বিরাট আপডেট
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »