Nubia Red Magic 3 ফোনে প্রসেসর ঠান্ডা রাখার জন্য একটি ‘টার্বো ফ্যান’ ব্যবহার হয়েছে। গেম খেলার জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে এই স্মার্টফোন। দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য এই ফোনে থাকছে একটি 90Hz HDR ডিসপ্লে। থাকছে ক্যাপাসিটিভ শোলডার ট্রিগার, স্টেরিও স্পিকার।
এপ্রিল মাসে চিনে লঞ্চ হয়েছিল Nubia Red Magic 3। এই ফোনে রয়েছে 90 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, 5,000 mAh ব্যাটারি আর Qualcomm Snapdragon 855 চিপসেট। এই ডিভাইস ঠান্ডা রাখার জন্য একটি বিশেষ ফ্যান ব্যবহার হয়েছে।
ভারতে Nubia Red Magic এর দাম 29,999 টাকা। 8GB RAM/128GB স্টোরেজে পাওয়া যাবে এই গেমিং স্মার্টফোন। 20 ডিসেম্বর মধ্যরাত থেকে ভারতে এই ফোন বিক্রি শুরু হবে।
চিনের jd.com এ Red Magic 2 ফোনের ক্রাউডফান্ডিং শুরু হয়েছে। 6 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত চলবে ক্রাউডফান্ডিং। ইতিমধ্যেই 230 শতাংশ টাকা তুলে ফেলেছে Nubia। ক্রাউডফান্ডিং এর মাধ্যমে শুরুতে 10 লক্ষ ইউয়ান (প্রায় 1.04 কোটি টাকা) তোলার লক্ষ্য থাকলেও ইতিমধ্যেই 2,323,600 ইউয়ান (প্রায় 2.42 কোটি টাকা) তুলেছে চিনের কোম্পানিটি।
এই বছরের শুরুতে কোম্পানির প্রথম গেমিং ফোন Red Magic লঞ্চ করেছিল Nubia। সেই ফোনের পরবর্তী ভার্সান Red Magic 2। ক্রাউডফান্ডিং এর মাধ্যমে টাকা তুলে তৈরী হয়েছিল Red Magic।