OnePlus Ace 6T মডেলে 8,000mAh ব্যাটারি থাকার কথা নিশ্চিত করেছে কোম্পানি। এটি OnePlus 15 ও OnePlus Ace 6-এর যথাক্রমে 7,500mAh এবং 7,800mAh ব্যাটারির থেকেও বেশি পাওয়ারফুল। এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
8,000mAh ব্যাটারি সহ আসন্ন OnePlus ফোনে থাকবে Snapdragon 8 Gen 5 প্রসেসর। এটি এই বছরের শেষ নাগাদ বাজারে আসবে ও Snapdragon 8 Elie চিপটির থেকে উন্নত পারফরম্যান্স প্রদান করবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটিতে 165 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশনের ডিসপ্লে থাকবে। ফোনটি 2025 সালের অন্তিম সময়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে।