ওয়ানপ্লাস টার্বো 6.78 ইঞ্চি এলটিপিএস ফ্ল্যাট ডিসপ্লের সঙ্গে আসবে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট ও 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। সময় ধরে গেম খেলার জন্য ফোনে 9,000mAh ব্যাটারি পাওয়া যেতে পারে। স্মার্টফোনে Snapdraon 8s Gen 4 প্রসেসর থাকবে।
OnePlus 15R পারফরম্যান্সকে বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি হয়েছে। এতে Snapdragon 8 Gen 5 প্রসেসর আছে। এটি 16 জিবি পর্যন্ত LPDDR5x Ultra র্যাম ও 512 জিবি UFS 4.1 স্টোরেজের সঙ্গে যুক্ত। হ্যান্ডসেটে 7,400mAh ব্যাটারি আছে যা 80W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
OnePlus 15 নভেম্বর 13 সন্ধ্যা সাতটায় ভারতে লঞ্চ হবে। আটটা থেকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজনের মাধ্যমে সেল শুরু হবে। ফোনটির ভারতীয় ভ্যারিয়েন্ট OxygenOS 16 কাস্টম সফটওয়্যারে রান করবে, যেখানে চীনে ColorOS 16 দ্বারা পরিচালিত। এছাড়া, আর কোনও পার্থক্য থাকবে না বলে মনে করা হচ্ছে।
পারফরম্যান্সের উপর বিশেষ ফোকাস রেখে OnePlus Ace 6 ডিজাইন করা হয়েছে। এতে Snapdragon 8 Elite প্রসেসর ও G2 গেমিং চিপ আছে। ফোনটির 7,800mAh ব্যাটারি 120W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সংস্থার দাবি, ফুল ফ্রেম রেটে 10 ঘন্টা নন-স্টপ গেম খেলা যাবে। আবার 16 মিনিটের মধ্যে ব্যাটারি 50 শতাংশ চার্জ হবে।