OnePlus কোম্পানী আনতে চলেছে Oneplus Ace 5 এবং OnePlus Ace 5 Pro
খুব শীঘ্রই OnePlus কোম্পানী নিয়ে আসতে পারে দুটি নতুন হ্যান্ডসেট OnePlus Ace 5 এবং OnePlus Ace 5 Pro। কোম্পানীর এই নতুন লাইনআপটি
খুব শীঘ্রই চীনে লঞ্চ করা হবে বলে জানা যাচ্ছে।এছাড়াও কোম্পানীর ভ্যানিলা মডেলটি অর্থাৎ OnePlus Ace 5 হ্যান্ডসেটটির বিভিন্ন বৈশিষ্ট্য ফাঁস করা হয়েছে।তবে বিশ্বের বাজারে এগুলির লঞ্চের কোনও তথ্য পাওয়া যায়নি