নতুন ভেরিয়েন্টে Oppo A5 ফোনে থাকছে দ্বিগুণ স্টোরেজ
Oppo A5 ফোনের অন্যতম প্রধান আকর্ষন 19:9 ডিসপ্লে, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ক্যামেরা আর 4230 mAh ব্যাটারি। কোম্পানি জানিয়েছে Oppo A5 দিয়ে একবার চার্জ করে 14 ঘন্টা ভিডিও প্লে ব্যাক আর 11 ঘন্টা গেম খেলা যাবে।